TRENDING:

Amarnath Yatra: শুরুর কিছুক্ষণেই ফের বন্ধ অমরনাথ যাত্রা! আবারও বৈরী 'আবহাওয়া'?

Last Updated:

Amarnath Yatra: উল্লেখ্য, গত 8 জুলাই সন্ধ্যায়, অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় ১৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়, আহত হন শতাধিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

উল্লেখ্য, গত 8 জুলাই সন্ধ্যায়, অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় ১৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়, আহত হন শতাধিক। এখনও ৪০ জন তীর্থযাত্রী নিখোঁজ, তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এখনও পর্যন্ত, ৮৪ জন তীর্থযাত্রী নিরাপদ বলে জানা গিয়েছে, কারণ তারা তাদের আত্মীয় এবং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত একজন সিনিয়র আধিকারিকের কথায়, “অন্ধ্রপ্রদেশের দুই মহিলার স্বামী শ্রীনগরে ফিরে এসেছেন। কিন্তু তাঁদের স্ত্রী-রা এখনও নিখোঁজ। তারা হয়তো আহত হয়েছে বা অন্য কোথাও পৌঁছে গিয়েছেন। তাঁদের সন্ধানে আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি (Amarnath Yatra)।"

advertisement

তুমুল বৃষ্টিতে বন্ধ অমরনাথ যাত্রা

অমরনাথ গুহায় মেঘ ভাঙা বৃষ্টিতে আকস্মিক এই বন্যা পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের কাছে যাবতীয় তথ্য নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ট্যুইট করে লেখেন, "এনডিআরএফ, এসডিআরএফ, বিএসএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। মানুষের জীবন বাঁচানোই আমাদের অগ্রাধিকার।"

advertisement

আরও পড়ুন : উত্তর খুঁজতে নাজেহাল ৯০ শতাংশ মানুষ! বলুন তো মানুষ কত দিন না ঘুমিয়ে থাকতে পারে?

আরও পড়ুন : ভাত নিয়ে আতঙ্ক? ভরপেট ভাত খেয়েও কন্ট্রোলে থাকবে ব্লাড সুগার! জানুন কী ভাবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রী অমরনাথ (Amarnath Yatra) শ্রাইন বোর্ড-এর পক্ষ থেকেও ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে সমস্ত ভক্তদের সংযম অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছে, যেখানেই যাত্রীরা আছেন, নিরাপদ জায়গায় তাঁরা যেন যাত্রা থামিয়ে দেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Amarnath Yatra: শুরুর কিছুক্ষণেই ফের বন্ধ অমরনাথ যাত্রা! আবারও বৈরী 'আবহাওয়া'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল