আমরা দেখি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই ভাত খান না। তার কারণ এতে উচ্চ মাত্রায় glycemic index (GI) থাকে বলে মনে করা হয়।। যদিও অনেক পুষ্টিবিদই মনে করেন, যদি ভাত প্রোটিন, ফাইবার বা ফ্যাটের সঙ্গে ঠিক করে (Diabetes Control Tips) মিশিয়ে খাওয়া যায়, তাহলে এটি ডায়াবিটিসে আক্রান্তরাও নির্দ্বিধায় খেতে পারেন। শুধু তাই নয়, ঠিক মতো ব্যালান্স করে খাওয়া হলে এটি হয়তো রক্তে শর্করার মাত্রা কমাতেও পারে বলেও মনে করেন চিকিৎসকদের একাংশ (Diabetes)।