TRENDING:

আর ক'দিনের মধ্য়েই তো হাতে পাচ্ছেন! তার আগে জেনে নিন নতুন ₹১০০-এ কী কী নতুন?

Last Updated:

নতুন এই নোটের অন্যতম বৈশিষ্ট হল, মহাত্মা গান্ধীর জলছবি, আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের সই ছাড়াও থাকছে, গুজরাতের UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'রানি কি ভাভ'-এর মোটিফ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আসছে নতুন ১০০ টাকার নোট ৷ ল্যাভেন্ডার রঙের এই নোট নিয়ে একাধিক জিজ্ঞাসা মানুষের মধ্যে ৷ নতুন এই নোটের অন্যতম বৈশিষ্ট হল, মহাত্মা গান্ধীর জলছবি, আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের সই ছাড়াও থাকছে, গুজরাতের UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'রানি কি ভাভ'-এর মোটিফ৷
advertisement

দেখে নেওয়া যাক নতুন ১০০ টাকার নোটের বৈশিষ্টগুলি৷

১. মহাত্মা গান্ধীর ছবি থাকবে নোটের মাঝখানে ৷

২. দেবনাগরী হরফে লেখা থাকবে ১০০ ৷

৩. ‘RBI’, ‘भारत’, ‘India’ ও ‘100’ থাকবে মাইক্রো লেটারে ৷

৪. উঁচু করে নোটটি ধরলে ‘भारत’ ও RBI লেখাটির রং পরিবর্তন হবে ৷ সবুজ থেকে নীল৷

৫. মাঝখানে মহাত্মা গান্ধীর ছবির ডান দিকে থাকছে গ্যারান্টি ক্লজ, গভর্নরের সই, প্রমিস ক্লজ ইত্যাদি৷

advertisement

৬. দৃষ্টিহীনদের সুবিধার্থে মহাত্মা গান্ধী ছবি, অশোক স্তম্ভ, ১০০ মাইক্রো-টেক্সটের সঙ্গে তেরঙা আইডেন্টিফিকেশন মার্ক রেইজড পেন্টিংয়ে থাকছে৷

নোটটির উল্টো পিঠে--

৭. বাঁ দিকে থাকবে ছাপার বছর লেখা ৷

৮. স্বচ্ছ ভারত লোগো ও সঙ্গে স্লোগান থাকবে ৷

৯. ভাষা প্যানেল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

১০. দেবনাগরী হরফে থাকবে ১০০ লেখা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আর ক'দিনের মধ্য়েই তো হাতে পাচ্ছেন! তার আগে জেনে নিন নতুন ₹১০০-এ কী কী নতুন?