দেখে নেওয়া যাক নতুন ১০০ টাকার নোটের বৈশিষ্টগুলি৷
১. মহাত্মা গান্ধীর ছবি থাকবে নোটের মাঝখানে ৷
২. দেবনাগরী হরফে লেখা থাকবে ১০০ ৷
৩. ‘RBI’, ‘भारत’, ‘India’ ও ‘100’ থাকবে মাইক্রো লেটারে ৷
৪. উঁচু করে নোটটি ধরলে ‘भारत’ ও RBI লেখাটির রং পরিবর্তন হবে ৷ সবুজ থেকে নীল৷
৫. মাঝখানে মহাত্মা গান্ধীর ছবির ডান দিকে থাকছে গ্যারান্টি ক্লজ, গভর্নরের সই, প্রমিস ক্লজ ইত্যাদি৷
advertisement
৬. দৃষ্টিহীনদের সুবিধার্থে মহাত্মা গান্ধী ছবি, অশোক স্তম্ভ, ১০০ মাইক্রো-টেক্সটের সঙ্গে তেরঙা আইডেন্টিফিকেশন মার্ক রেইজড পেন্টিংয়ে থাকছে৷
নোটটির উল্টো পিঠে--
৭. বাঁ দিকে থাকবে ছাপার বছর লেখা ৷
৮. স্বচ্ছ ভারত লোগো ও সঙ্গে স্লোগান থাকবে ৷
৯. ভাষা প্যানেল ৷
১০. দেবনাগরী হরফে থাকবে ১০০ লেখা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2018 8:54 PM IST
