নোটের জোগাড়ে হন্যে দেশ। সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই অস্ত্র শানাচ্ছে বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনে তার আঁচও যে পড়বে তা টের পেয়েছে বিজেপি। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা চালানোর প্রস্তাব দিয়ে রাখল তারা।
আলোচনায় কোন কোন ইস্যু দেখে নিন এক নজরে,
সংসদে এক দেশ, এক ভোট প্রস্তাব নিয়ে আলোচনা।
advertisement
লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে করা।
রাজ্য সরকার কীভাবে নির্বাচনের ব্যয়ভার বহন করতে পারে তা নিয়েও বিরোধী দলগুলির মতামত চাওয়া হয়েছে।
কালো টাকা, দুর্নীতি ও জাল নোট দমন নিয়েও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
আলোচনায় তোলা হবে কাশ্মীর ইস্যু।
উঠতে চলেছে ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন ইস্যুও।
নোট বদল, কাশ্মীর ও বাণিজ্য সংক্রান্ত ইস্যুতে আলোচনার জন্য ইতিমধ্যেই নোটিস দিয়েছে কংগ্রেস।
নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য নোটিস দিয়ে রাখলেও, কংগ্রেসের মূল লক্ষ্য যে নোট বদল ইস্যু তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা। বিরোধিতার অভিমুখও তারা নোট বদল ইস্যুর দিকেই ঘুরিয়ে দিতে চাইছে।
বাইট গুলাম নবি আজাদ, রাজ্যসভার বিরোধী দলনেতা
১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে লোকসভার অধিবেশন। নোট বদল ইস্যুতে বিরোধীরা একজোট হয়েই সংসদের ভিতরে আক্রমণ শুরু করবে। তা আঁচ করেই সর্বদলীয় বৈঠকে কৌশলী বিজেপি।