জিগনেশ মেওয়ানি -
বডগাম বিধানসভা আসনের কংগ্রেসের প্রার্থী ৷ দলিত যুব নেতা হিসেবে উঠে আসে জিগনেশ ২০১৭ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় লাভ করেছিলেন ৷ এবারের নির্বাচনে মুসলিন ও দলিত ভোটব্যাঙ্ক ধরে রাখার তার উপর অনেকটাই দায়িত্ব রয়েছে পার্টির ৷
আরও পড়ুন: ১০ হাজার টাকা আছে? তাহলেই এই ১৩ ব্যবসার যে কোনও একটায় কোটিপতি হতে পারেন আপনি!
advertisement
ভুপেন্দ্রভাই প্যাটেল-
গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্রভাই প্যাটেল ঘাটলোডিয়া বিধানসভা আসন থেকে দ্বিতীয়বার লড়ছেন ৷ ২০১৭ সালে কংগ্রেসের প্রার্থীকে বড় মার্জিনে হারিয়ে জয় লাভ করেছিলেন ৷ এবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপার্থী হচ্ছেন ভুপেন্দ্রভাই ৷
রিভাবা জেদাজা-
জানমগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন ক্রিক্রেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাব জাদেজা ৷
আরও পড়ুন: রি-KYC ঠিক কী? ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে অত্যন্ত জরুরি, বড় বিবৃতি আরবিআই গভর্নর
অল্পেশ ঠাকুর
গান্ধিনগর দক্ষিণ থেকে বিজেপি যুব ওবিসি নেতা অপ্লেশ ঠাকুরকে ময়দানে নামিয়েছে ৷ এই আসনে ঠাকুর ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি, এরপর রয়েছে পাটিদার এবং তৃতীয় স্থানে রয়েছে দলিত ৷
হার্দিক প্যাটেল -
আহমেদাবাদের বীরমগাম বিধানসভা আসনে বিজেপির হয়ে দাঁড়িয়েছে হার্দিক প্যাটেল ৷ হার্দিক পার্টির স্টার প্রার্থীদের মধ্যে একজন ৷ জন মাসে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদাম করেছিলেন হার্দিক ৷