বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের শিক্ষামানের বৈষম্য ঘোচাতেই অভিন্ন শিক্ষানীতি চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ শুধু মাত্র নম্বর বাড়াতে গ্রেস মার্কস বন্ধ করে মেধা ও শিক্ষার মূল্যায়নের উপর জোর দিতে চাইছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ ইতিমধ্যেই এই লক্ষ্যে আটটি বোর্ডকে নিয়ে একটি ইন্টার বোর্ড ওয়ার্কিং গ্রুপ বা আইবিডব্লুজি গঠন করা হয়েছে ৷
advertisement
নীতিগতভাবে প্রতিটি বোর্ড গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে ৷ সিবিএসই বোর্ড দ্বাদশে এই বছরই গ্রেস মার্কস প্রথা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সেই নির্দেশে আপাতত দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে ৷
ইন্টার বোর্ড ওয়ার্কিং গ্রুপ বা আইবিডব্লুজি-তে গ্রেস মার্কস প্রথা ছাড়াও বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা হবে ৷ গৃহীত সিদ্ধান্ত বোর্ডের ওয়েবসাইটগুলোতে ঘোষণা করা হবে ৷ তবে একস্ট্রা কারিকুলার অ্যাকটিভিটি-তে আলাদা মার্কস ও গ্রেস দেওয়ার পক্ষে মানব সম্পদ উন্নয়ব মন্ত্রক ৷
সমস্ত বিষয়ে না হলেও কিছু এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্ত বোর্ডে একই পাঠ্যক্রম শীঘ্রই চালু করতে চাইছে HRD ৷ একইসঙ্গে যেসব রাজ্যে এনসিইআরটির বই চলে, সেখানে নিজেদের তৈরি প্রশ্নপত্র পাঠাবে সিবিএসই।
শিক্ষাবিদদের মতে, এই প্রক্রিয়া চালু হলে আদতে লাভবান হবেন পড়ুয়ারা ৷ এতে একই পাঠ্যক্রমে শিক্ষিত দেশের সব রাজ্যের পড়ুয়ারা পরীক্ষায় একই বা একধরনের প্রশ্নে পরীক্ষা দেবে ৷ ফলে মূল্যায়নের মধ্যে একটা সামঞ্জস্য আসবে।