নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক জঙ্গিঘাঁটি নিকেশের সফল অভিযানের পর অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের রাজনাথ সিং জানান, ‘ভারতীয় জওয়ানকে মুক্ত করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চলছে ৷ সেই ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে ৷’
সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার ভারতীয় সেনার ৩৭ RR গ্রুপের এক সশস্ত্র জওয়ান ভুলক্রমে Loc পেরিয়ে পাকিস্তানের এলাকায় চলে যান ৷ তাকে চন্দু বাবুলাল চোহান নামের ওই জওয়ানকে গ্রেফতার করে পাক সেনা ৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে ডিজিএমও পাক সেনার অধিকর্তার সঙ্গে কথা বলেছেন ৷
advertisement
প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতীয় সেনার গ্রেফতারিতে পাকিস্তান দাবি করেছিল, অভিযানে আসা এক ভারতীয় সেনাকে তারা গ্রেফতার করেছে ৷ কিন্তু তাদের এই দাবিকে খারিজ করে ভারতীয় সেনা জানায়, গ্রেফতার হওয়া জওয়ান চোহান অপারেশনে অংশগ্রহণ করেননি ৷ তিনি ৩৭ RR গ্রুপের এক সেনা জওয়ান ৷
বৃহস্পতিবার পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক। ধূলোয় মিশে গেল পাক মদতপুষ্ট আটটি জঙ্গি ঘাঁটি। ভারতের জবাবে কিছুটা ব্যাকফুটে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷
জঙ্গি হানা প্রতিরোধ করতে বৃহস্পতিবার ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে ভারতীয় সেনাবাহিনীর হাতে নিকেশ বহু জঙ্গি ৷
এরপরই ভুলক্রমে পাক ভূমিতে ঢুকে পড়া ওই জওয়ানকে গ্রেফতার করে পাকিস্তান ৷ যদিও এমনিতে অনেক সময় অসাবধতাবশত নিয়ন্ত্রণরেখা পারাপারের এমন ঘটনা ঘটে ৷ সেক্ষেত্রে নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া অনুসরণ করে বন্দি নাগরিক অথবা জওয়ানকে ফিরিয়ে আনা হয় ৷ এক্ষেত্রেও সেই পথেই এগোচ্ছে ভারত ৷