TRENDING:

Alcohol in Flight: ‘পি-গেট’ কেলেঙ্কারির পর কড়াকড়ি! মাঝ আকাশে যাত্রীকে কতটা মদ পরিবেশন করা হয়, জানেন?

Last Updated:

Alcohol in Flight: ওই ঘটনার পর মদ্যপ যাত্রীদের নিয়ন্ত্রণ করতে এসওপি প্রণয়নের দাবি উঠেছিল। সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০২২ সালের ঘটনা। নভেম্বর-ডিসেম্বর মাস। মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন এক ব্যক্তি। ইইচই পড়ে যায়। এরকম ঘটনা কিন্তু যে কোনও মানুষের সঙ্গেই হতে পারে। দুর্ভাগ্যবশত এসব আটকাতে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থার কোনও সাধারণ নিয়ম নেই। সবটাই নির্ভর করে যাত্রী যে এয়ারলাইন্স সংস্থায় টিকিট বুক করেছেন তার উপর।
মনে আছে পি-গেট কেলেঙ্কারি?
মনে আছে পি-গেট কেলেঙ্কারি?
advertisement

ওই ঘটনার পর মদ্যপ যাত্রীদের নিয়ন্ত্রণ করতে এসওপি প্রণয়নের দাবি উঠেছিল। সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধা। তার জবাবে দেশের শীর্ষ আদালতে এ কথা জানিয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ডিজিসিএ জানিয়েছে “অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে” সিএআর রয়েছে।

আরও পড়ুন: এয়ারপোর্টের কাছে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি, গোপনে খবর গেল পুলিশে! যা মিলল, আঁতকে উঠল সবাই

advertisement

প্রশ্ন হল, বিমানে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশনের কোনও সীমা আছে কী? ডিজিসিএ বলছে, এটা নির্ভর করে বিমান সংস্থার বিচক্ষণতার উপর। সিএআর-এর ক্লজ ৪.৩ অনুযায়ী, মদ্যপ যাত্রী যেন বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ভুক্তভোগী তাঁর পিটিশনে সর্বোচ্চ আদালতের আছে অনুরোধ করেছিলেন, বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে জিরো টলারেন্স এসওপি এবং নিয়মাবলী তৈরি করার নির্দেশ দিতে হবে যাতে বিমানে কোনও যাত্রীর মাত্রাছাড়া আচরণ কড়া হাতে মোকাবিল করা যায়। এবং সমস্ত এয়ারলাইন্স সংস্থা যেন সেই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলে।

advertisement

বৃদ্ধার অভিযোগ, এয়ার ইন্ডিয়ার সদস্যরা সংবেদনশীল ইস্যুটিকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হন। যার ফলে তাঁর মর্যাদাহানি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ক্রুরা অভিযুক্ত সহযাত্রীকে মাত্রাতিরক্ত হার্ড ড্রিঙ্কস পরিবেশন করেছিলেন। সঙ্গে তিনি আশা করেন, ডিজিসিএ যেন ‘মাতাল’ যাত্রীদের ‘অবাধ্য’ হিসেবে বিবেচনা করে।

এয়ার ইন্ডিয়ার ড্রিঙ্কিং নীতি: যাত্রীরা সিটে বসার পর অ্যালকোহল পরিবেশন করা হয়। যাত্রীরা সঙ্গে অ্যালকোহল আনলে তা পান করা থেকে বিরত রাখতে হবে।

advertisement

একটা পানীয় বলতে ১২ আউন্স বিয়ার, এক গ্লাস ভর্তি ওয়াইন বা শ্যাম্পেন এবং মিনিয়েচার বোতল ধরা হয়।

১৮ বছরের কম বয়সীদের কোনও অ্যালকোহল পরিবেশন করা উচিত নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চার ঘণ্টার কম সময়ের ফ্লাইটে, যাত্রীকে দুটির বেশি পানীয় পরিবেশন করা হয় না।

বাংলা খবর/ খবর/দেশ/
Alcohol in Flight: ‘পি-গেট’ কেলেঙ্কারির পর কড়াকড়ি! মাঝ আকাশে যাত্রীকে কতটা মদ পরিবেশন করা হয়, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল