বরগড়ি কাণ্ড নিয়ে বিচারপতি রঞ্জিত সিং কমিশন রিপোর্টে নাম উঠে আসে ততকালীন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল ও গুরমিত রাম রহিমের ৷ অক্ষয় কুমার তাঁদের মধ্যে বৈঠকের সাহায্য করেছিলেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয় ৷ এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অক্ষয় ৷ ডেরা প্রধান গুরমিত রাম রহিম সঙ্গেও কখনও দেখা করেননি তিনি জানিয়ে দিয়েছেন অক্ষয় ৷ এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন বলিউড তারকা ৷
advertisement
আরও পড়ুন PAN কার্ডে আর প্রয়োজন নেই বাবার নাম
ইতিমধ্যেই সিটের মুখোমুখি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং তাঁর পুত্র সুখবীর সিং বাদল ৷ সুখবীর সিং স্পষ্ট করেন যে পঞ্জাবের বাইরে কখনওই তাঁর সঙ্গে অক্ষয়ের দেখা হয়নি ৷
জাস্টিস রঞ্জিত সিং কমিশন রিপোর্টে প্রাক্তন বিধায়ক হরবনস জালালে একটি চিঠির উল্লেখ করা হয়েছে যেখানে তিনি মুম্বইয়ে অক্ষয়ের ফ্ল্যাটে ডেরা প্রধান রাম রহিম ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বৈঠকের কথা লিখেছেন ৷ রাম রহিমের ছবি ম্যাসেঞ্জার অফ গড-এর মুক্তিকে নিয়ে এই বৈঠক বলে তিনি জানিয়েছিলেন ৷