অখিলেশ যাদব জানান, রাহুল গান্ধির সঙ্গেও আসন রফা নিয়ে কথা হয়েছে। ফলে উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে জোট বেঁধেই লড়বে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।
আরও পড়ুন: বলুন তো, ভারত-বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা? নাম শুনে মাথায় হাত পড়বে আপনার
advertisement
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে কংগ্রেস ১৭ টি থেকে ১৯ টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। উত্তর প্রদেশ লোকসভায় মোট ৮০টি আসন রয়েছে। আমেঠী এবং রায়বেরেলিতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুপস্থিত ছিলেন অখিলেশ যাদব। তা নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয় সমাজবাদী পার্টির নেতাকে।
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? আপনি থাকেন নাকি? নাম শুনেই আঁতকে উঠবেন
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই অখিলেশ যাদব জানিয়েছিলেন যদি আসনরফা নিয়ে সিদ্ধান্ত শেষ হয়, তবেই তিনি রাহুলের যাত্রায় যোগ দেবেন। সেই আশঙ্কা কাটিয়ে অবশেষে অখিলেশ জানিয়ে দিলেন, কংগ্রেসের সঙ্গে জোট কার্যত পাকা। শুধু তাই নয়, অখিলেশ জানিয়ে দেন, বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিপক্ষে লড়াই করবে কংগ্রেস, আর হাথরসে লড়বে সমাজবাদী পার্টি। এবং অখিলেশ জানিয়ে দেন, বুধবার সন্ধ্যাতেই কংগ্রেস ও সমাজবাদী পার্টি তাদের আসন নিয়ে বক্তব্য স্পষ্ট করে দেবে।