ওড়িসা প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ট্যুইটারে ওড়িসার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে অভিবাদন জানান। একইসঙ্গে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান যাদব।
'ফণী'র প্রকোপে অন্তত ৩৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙেছে অসংখ্য মোবাইল টাওয়ার, ল্যাম্পপোস্ট। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর, হাসপাতাল। এখনও বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ মোবাইল ও নেট যোগাযোগ। ফণীর দাপটে বিধ্বস্ত রাজধানী শহর। এইমস, বিজু পট্টনায়েক বিমানবন্দর, ডেয়ারি ডেভেলপমেন্ট প্ল্যান্ট থেকে ফ্ল্যাট ও বসতবাড়ি - কিছুই রেয়াত করেনি ফণী। এখনও সেই দাগ দগদগে।
advertisement
পুরী, ভুবনেশ্বর, কটক, জাজপুর...জীবনে ফেরার লড়াই লড়ছে ওড়িশা। অবস্থা স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা দেরি, কার্যত মেনেই নিচ্ছে প্রশাসন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 12:05 AM IST