অখিলেশ পার্টির সুপ্রিমোর হওয়ার পরই শুরু হয়েছে নতুন পরম্পরা যা কংগ্রেসের জন্য লাভবান প্রমানিত হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ২৭ বছর আগে কংগ্রেসকে উত্তরপ্রদেশ থেকে উৎখাত করে ক্ষমতায় এসেছিল মুলায়মের সমাজবাদী পার্টি ৷ কিন্তু সেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে উত্তরপ্রদেশে তাদের ফিরে আসার জমি তৈরি করে দিচ্ছে ছেলে অখিলেশ ৷ এই প্রথম উত্তরপ্রদেশে সপা কোনও রাষ্ট্রীয় দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নামচ্ছে ৷ এতে সপা-র কতটা লাভবান হবে সেই বিষয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেলেও এতে কংগ্রেসের যে সবচেয়ে বেশি উপকৃত হবে তা অনেকটাই স্পষ্ট ৷
advertisement
সূত্রের খবর, সোনিয়া গান্ধি ও অখিলেশের আলোচনার পর ১০৫ আসনে রফা করে সপা ৷ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১০০টি আসন ছাড়তে সম্মত হল ৷ এরই সঙ্গে UP নির্বাচনে চুড়ান্ত হল সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট ৷ কংগ্রেসের জন্য এই পরিস্থিতি বেশ পজিটিভ কারণ কংগ্রেসের পাখির চোখ এখন ২০১৯ সালের লোকসভার নির্বাচনের উপর ৷ বাকি রাজ্যে কংগ্রেসের যা অবস্থা তাতে নির্বাচনে একা লড়াই করার পরিস্থিতিতে নেই তারা ৷ বিহারেও জোট করে সাফল্য পেয়েছে কংগ্রেস ৷ ৪১টি সিটের মধ্যে ২৭টি জয়ী হয়েছিল কংগ্রেস ৷ যেখানে ২০১০ সালে তারা জয়ী হয়েছিল মাত্র চারটি সিটে ৷
অখিলেশ যাদবের সঙ্গে জোট করে ৭০ থেকে ৮০টি সিটে জয়ী হওয়ার লক্ষ রয়েছে কংগ্রেসের ৷ এতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাদের ভোট সংখ্যা বাড়াতে সাহায্য করবে ৷ এই কারণেই তাদের প্রথম লিস্টে পুরনো সাংসদদের টিকিট দেওয়া হয়েছে ৷
অখিলেশের দাবি, ৩০০ আসনে জিতে ক্ষমতায় ফিরবে সমাজবাদী পার্টি ৷ সেখানে কংগ্রেসের টার্গেট বিধানসভা ভোটে জেতা ৷ শেষ নির্বাচনে উত্তরপ্রদেশে যথেষ্ট ভালো ফল করেছিল কংগ্রেস ৷