পওয়ারের বিমানটি ছিল লিয়ারজেট ৪৫৷ যাতে ছয় থেকে আট জন বসতে পারেন৷ বিমানে অজিতের সঙ্গে আরও দু’জন পওয়ার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন৷ একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং একজন অ্যাটেনড্যান্ট, তিনি এনসিপি কর্মী ছিলেন বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, বিমানে ছিলেন একজন PIC এবং FO দুই বিমানকর্মীও৷ ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে৷
বিমানটি সকাল ৮.১০ মিনিটের দিকে মুম্বই থেকে রওনা দেয়৷ সকাল ৯.১২ মিনিটে বিমান দুর্ঘটনার খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়।
advertisement
সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচন সম্পর্কিত কর্মসূচির অংশ হিসাবে অজিত পওয়ারের বারামতীতে যাওয়ার কথা ছিল৷ এদিন পুণের বারামতী সংলগ্ন এলাকায় তাঁর বেশ কয়েকটি জন সমাবেশ করার কথা ছিল৷
দুর্ঘটনার খবর প্রকাশের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস তাঁর কোঙ্কন সমাবেশ বাতিল করেছেন বলে জানা গেছে। ঘটনার পরেই ফড়ণবীসকে ফোন করে খবরাখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অজিত পওয়ারের পরিবারের সদস্যরাও বারামতী যাচ্ছেন বলে জানা গেছে।
