মহারাষ্ট্রের কুখ্যাত ৭০ হাজার কোটি টাকার সেচ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন অজিত পাওয়ার৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় সেচ প্রকল্প অনুমোদন ও প্রক্রিয়ায় প্রচুর বেআইনি কাজ হয়েছিল কংগ্রেস-এনসিপি জমানায়৷ সেই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত ছিলেন অজিত পাওয়ার৷
advertisement
কংগ্রেস-এনসিপি জমানায় অজিত পাওয়ার ছিলেন সেচমন্ত্রী৷ ১৯৯৯ ও ২০১৪ সালের মধ্যে কংগ্রেস-এনসিপি জমানায় সেচ দফতরের একাধিক বার দায়িত্ব পেয়েছেন অজিত পাওয়ার৷ মহারাষ্ট্র অ্যান্টি কোরাপশন ব্যুরো-র ডিজি পরমবীর সিং-এর কথায়, 'আমরা খুব শীঘ্রই সার্টিফিকেট ইস্যু করব৷ এই মামলায় অভিযুক্ত নন অজিত পাওয়ার৷'
মহারাষ্ট্র সরকারের ক্লিনচিটের পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হন বিরোধীরা৷ শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদির ট্যুইট, 'একেই বলে ক্ষমতার খেলা৷ এবার বোঝা গেল, কেন মাঝরাতে হাত মিলিয়েছিলেন৷ নির্লজ্জ পাওয়ার৷'
বিদর্ভ সেচ দুর্নীতির পরিমাণ ৭০ হাজার কোটি টাকা৷ এই দুর্নীতি নিয়ে গত বছর মহারাষ্ট্র অ্যান্টি-কোরাপশন ব্যুরো বলেছিল, এই কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি অজিত পাওয়ারের দায়িত্বেই পড়ে৷