TRENDING:

বিমানসংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা পাইলটকে ছেঁটেই ফেলল এয়ার এশিয়া !

Last Updated:

তাঁর ‘দোষ’, তিনি সংস্থার এমন অনেক কিছু তথ্য শেয়ার করেছেন, যা অস্বস্তিতে ফেলেছে এয়ার এশিয়া ইন্ডিয়াকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এমনটা যে ঘটতে চলেছে তার আন্দাজ আগেই করা গিয়েছিল ৷ শেষপর্যন্ত আশঙ্কা সত্যি করে, সংস্থার ক্যাপ্টেন পাইলটকে বরখাস্ত করল এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ তাঁর ‘দোষ’, তিনি সংস্থার এমন অনেক কিছু তথ্য শেয়ার করেছেন, যা অস্বস্তিতে ফেলেছে এয়ার এশিয়া ইন্ডিয়াকে ৷
advertisement

*পাইলট গৌরব তানেজা এয়ার এশিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে কী অভিযোগ তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলেন, সেই ভিডিও দেখে নিন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার কর্মীদের সংস্থার সমস্ত নিয়মকানুন মেনে চলা এবং গোপনীয়তা রক্ষা করা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে ৷ কিন্তু বরখাস্ত হওয়া পাইলটের অভিযোগ, দিনের পর দিন ডিউটিতে থাকাকালীন এমন অনেক কিছুই তাঁর নজরে এসেছে ৷ যা তাঁর ঠিক বলে মনে হয়নি ৷ কারণ এতে যাত্রী এবং বিমানের অন্যান্য কর্মীদের সুরক্ষার বিষয়ে প্রশ্নচিহ্ন তুলছে ৷ গৌরবের আরও মারাত্মক অভিযোগ, যে ফুয়েল বা জ্বালানি বাঁচানোর জন্য পাইলটদের রীতিমতো ‘টার্গেট’ বেঁধে দেয় এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ সাধারণত এয়ারবাসের ল্যান্ডিংয়ের জন্য ‘ফ্ল্যাপ-৩’ এবং ‘ফ্ল্যাপ-৪’ এই দু’ধরণের ল্যান্ডিং পদ্ধতি হয় ৷ ফ্ল্যাপ-৪ ল্যান্ডিং মোড অনেক বেশি সুরক্ষিত ল্যান্ডিং ৷ কিন্তু এতে জ্বালানির খরচ বেশি হয় ৷ কিন্তু কঠিন বিমানবন্দরের রানওয়ে গুলিতে ল্যান্ড করার জন্য ফ্ল্যাপ-৪ ল্যান্ডিং অনেক বেশি সুরক্ষিত ৷ কিন্তু এয়ার এশিয়া ইন্ডিয়া পাইলটদের অনেক বেশি সংখ্যায় ফ্ল্যাপ-৩ ল্যান্ডিংয়ের উপরই জোর দিতে বলা হয়, যাতে জ্বালানি অধিক মাত্রায় সেভ করা সম্ভব হয় ৷ এই বিষয়টি দিনের পর দিন দেখার পর সত্যটা সবার সামনে আনতে বাধ্য হন পাইলট গৌরব তানেজা ৷ তাঁর ভিডিও দেখার পর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফেও বিমানের সুরক্ষা নির্দেশিকা সংক্রান্ত বিষয়ে এয়ার এশিয়া ইন্ডিয়ার হেড অফ অপারেশনস মণিশ উপ্পলের কাছে চিঠি পাঠানো হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিমানসংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা পাইলটকে ছেঁটেই ফেলল এয়ার এশিয়া !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল