TRENDING:

Air Pollution: পরিস্থিতি প্রবল খারাপ, দিল্লিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব স্কুল বন্ধ! কী এমন হল রাজধানীতে?

Last Updated:

Air Pollution: বায়ুদূষণের জেরে কার্যত গোটা উত্তর ভারত পরিণত হয়েছে গ্যাস চেম্বারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বায়ুদূষণের জেরে শুক্রবার থেকে দিল্লি-এনসিআরে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের স্কুল বন্ধ রাখার নির্দেশ শিক্ষা দফতরের। শুক্রবার সকাল ৮টা থেকে দিল্লি এনসিআরে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের নির্দেশে “GRAP stage 3” লাগু হচ্ছে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে বাতাসের মান “সিভিয়ার”।
খারাপ অবস্থা দিল্লির
খারাপ অবস্থা দিল্লির
advertisement

AQI পেরিয়েছে ৪০০-র ঘর। শুক্রবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই একাধিক বিধিনিষেধ আরোপ হতে চলেছে। ছোট বাচ্চাদের স্কুল বন্ধের নির্দেশও তারই অংশ।

আরও পড়ুন: ময়দানে সাতসকালে কী পড়ে আছে ওটা! সামনে যেতেই ‘লাশ’! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়

বায়ুদূষণের জেরে কার্যত গোটা উত্তর ভারত পরিণত হয়েছে গ্যাস চেম্বারে। প্রতিদিন সকালে দিল্লির ঘুম ভেঙেছে প্রবল ধোঁয়াশার মাঝে। এদিকে, উত্তর প্রদেশের আগরায় তাপমাত্রার ন্যূনতম অঙ্ক ছিল ১৭ ডিগ্রি। তারই মাঝে আগ্রার গর্ব তাজমহল ঢেকে ফেলে ধোঁয়াশা। বায়ুদূষণের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এই ধোঁয়াশা হঠাৎই ভ্যানিশ করে দেয় আগ্রার গর্বের তাজমহলকে। ফলে তাজমহলের বাগানে ঢুকলে অনেক গাছগাছালি দেখা গেলেও, সোজা তাকালে আর দেখা যাচ্ছে না তাজমহলকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, বুধবার (১৩ নভেম্বর) বিকেলে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪১৮, যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সকালে দিল্লির অনেক জায়গায় একিউআই ছিল পাঁচশোর উপরে, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সেই অবস্থার আরও অবনতি হয়েছে। বিমানবন্দরে জিরো ভিসিবিলিটির ফলে উড়োজাহাজ চলাচলে শঙ্কা দেখা দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Air Pollution: পরিস্থিতি প্রবল খারাপ, দিল্লিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব স্কুল বন্ধ! কী এমন হল রাজধানীতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল