AQI পেরিয়েছে ৪০০-র ঘর। শুক্রবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই একাধিক বিধিনিষেধ আরোপ হতে চলেছে। ছোট বাচ্চাদের স্কুল বন্ধের নির্দেশও তারই অংশ।
আরও পড়ুন: ময়দানে সাতসকালে কী পড়ে আছে ওটা! সামনে যেতেই ‘লাশ’! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়
বায়ুদূষণের জেরে কার্যত গোটা উত্তর ভারত পরিণত হয়েছে গ্যাস চেম্বারে। প্রতিদিন সকালে দিল্লির ঘুম ভেঙেছে প্রবল ধোঁয়াশার মাঝে। এদিকে, উত্তর প্রদেশের আগরায় তাপমাত্রার ন্যূনতম অঙ্ক ছিল ১৭ ডিগ্রি। তারই মাঝে আগ্রার গর্ব তাজমহল ঢেকে ফেলে ধোঁয়াশা। বায়ুদূষণের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এই ধোঁয়াশা হঠাৎই ভ্যানিশ করে দেয় আগ্রার গর্বের তাজমহলকে। ফলে তাজমহলের বাগানে ঢুকলে অনেক গাছগাছালি দেখা গেলেও, সোজা তাকালে আর দেখা যাচ্ছে না তাজমহলকে।
advertisement
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, বুধবার (১৩ নভেম্বর) বিকেলে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪১৮, যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সকালে দিল্লির অনেক জায়গায় একিউআই ছিল পাঁচশোর উপরে, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সেই অবস্থার আরও অবনতি হয়েছে। বিমানবন্দরে জিরো ভিসিবিলিটির ফলে উড়োজাহাজ চলাচলে শঙ্কা দেখা দিয়েছে।