TRENDING:

এবার আন্তর্জাতিক বিমানেও ভারতীয় খাবার পরিবেশন করবে এয়ার ইন্ডিয়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: খরচ কমাতে এবার ভারত থেকেই খাবার কেনার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া৷ বুধবার এয়ার ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত জানান সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ সিং খারোলা৷
advertisement

এবার থেকে স্টকহোম, কোপেনহেগেন, বার্মিংহ্যাম ও মাদ্রিদগামী বিমান ভারত থেকেই ছাড়ার সময়ই কিনে নেওয়া হবে প্রয়োজনীয় খাবার৷ বিমান ভারতে ফেরার সময় আগে থেকে সঞ্চয় করে চিলারে রাখা সেই খাবারই গরম করে পরিবেশন করা হবে যাত্রীদের৷

খারোলা জানান, কেটারিং-এর পিছনে প্রতি বছর ৬০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ হয়৷ পশ্চিমের দেশগুলো থেকে খাবার কিনলে ভারতের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি খরচ হয়৷ আর তাছাড়া ভারতীয় খাবার অনেক বেশি সুস্বাদু৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এর আগে খরচ কমাতে ২০১৭ সালেই দেশের মধ্যের বিমানে ইকোনমি ক্লাসে আমিষ খাবার পরিবেশন বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া৷

বাংলা খবর/ খবর/দেশ/
এবার আন্তর্জাতিক বিমানেও ভারতীয় খাবার পরিবেশন করবে এয়ার ইন্ডিয়া