এবার থেকে স্টকহোম, কোপেনহেগেন, বার্মিংহ্যাম ও মাদ্রিদগামী বিমান ভারত থেকেই ছাড়ার সময়ই কিনে নেওয়া হবে প্রয়োজনীয় খাবার৷ বিমান ভারতে ফেরার সময় আগে থেকে সঞ্চয় করে চিলারে রাখা সেই খাবারই গরম করে পরিবেশন করা হবে যাত্রীদের৷
খারোলা জানান, কেটারিং-এর পিছনে প্রতি বছর ৬০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ হয়৷ পশ্চিমের দেশগুলো থেকে খাবার কিনলে ভারতের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি খরচ হয়৷ আর তাছাড়া ভারতীয় খাবার অনেক বেশি সুস্বাদু৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
এর আগে খরচ কমাতে ২০১৭ সালেই দেশের মধ্যের বিমানে ইকোনমি ক্লাসে আমিষ খাবার পরিবেশন বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2019 6:52 PM IST