রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবু এই বছরের জানুয়ারিতে মনফুল সিং-কে বিয়ে করেন। তাঁর স্বামী লন্ডনে পড়াশোনা করছেন। ভিসা সমস্যার জন্য বিয়ের পর এত দিন স্বামীর কাছে যেতে পারেননি নববিবাহিত খুশবু। এত দিন পর ভিসা পেলেন। কিন্তু স্বামীর সঙ্গে দেখা হল না। খুশবু ছিলেন আরাবার বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের মেয়ে। বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রাজস্থানের আরও বাসিন্দা ছিলেন। রাজস্থানের মোট ১১ জন ছিলেন ওই অভিশপ্ত বিমানের যাত্রী। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ইংল্যান্ডে রাঁধুনির চাকরি করতে যাচ্ছিলেন এবং একজন মার্বেল ব্যবসায়ীর ছেলে ও মেয়ে ছিলেন।
advertisement
বৃহস্পতিবার দুপুর ১.৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরু হয় বিমানটির। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পর হঠাৎ করেই এটি নীচে নামতে শুরু করে। সবকিছু নিস্তব্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে পাইলটের কাছ থেকে একটি ‘মেডে ডাক’ আসে। তার পরমুহূর্তেই বিশাল কমলা রঙের আগুনের গোলায় পরিণত হয় বিমানটি। আকাশেই বিস্ফারিত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ওই আগুনের গোলা প্রায় কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। অভিশপ্ত বিমানটিতে ক্রু সদস্য-সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিশ্বাস কুমার রমেশ নামে ১ জন যাত্রী রক্ষা পেয়েছেন অলৌকিক ভাবে।