সৃষ্টির প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, যুবক তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকী, সৃষ্টিকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।
উত্তর প্রদেশের বাসিন্দা সৃষ্টি তুলি কর্মসূত্রে মুম্বইতে থাকতেন ৷ সেখানেই ২৭ বছর বয়সী আদিত্যর সঙ্গে তাঁর আলাপ হয় ৷ দু’জনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ৷ ফ্ল্যাট থেকে মহিলা পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ৷
advertisement
ঘটনার সময় তরুণীর প্রেমিক দিল্লি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ ৷ সেইসময় সৃষ্টি তাকে ফোন করে জানান, যে তিনি আত্মহত্যা করবেন ৷ এমন ফোন পেয়ে মাঝপথেই তড়িঘড়ি আদিত্য ফিরে এলেও শেষরক্ষা হয়নি ৷ ঝুলন্ত অবস্থায় পাইলটের দেহ উদ্ধার হয় আন্ধেরির ফ্ল্যাটে ৷