বিমান দুর্ঘটনার ছবি দেখেই ভয় শিউরে উঠেছেন প্রত্যেকেই ৷ কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ভেঙে গিয়ে প্রায় দু-টুকরো হয়ে গিয়েছে ৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রানওয়ে জুড়ে পড়ে রয়েছে বিমানের ভেঙে যাওয়া বেশ কিছু অংশ ৷
advertisement
বিমানের ভিতর ১০ জন শিশু-সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ৷ পাশাপাশি ৫ জন কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীর দল ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷
শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।