এদিকে এখনও অবধি ঘটনায় মৃতের সংখ্যা ১৭ হয়ে গিয়েছে৷ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭৪ জন যাত্রীর মধ্যে ১০ জন ২ বছরের কম বয়সী শিশু ছিল৷ এছাড়াও ২ জন পাইলট, ৪ জন কেবিন ক্রু ছিল৷ মন্ত্রক জানিয়েছে , ‘প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যাত্রীদের উদ্ধার করার জন্য জোরকদমে উদ্ধারকার্য চলছে৷ চিকিৎসার জন্য উদ্ধার হওয়া যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে৷ ’
advertisement
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ফ্লাইট IX 1344 রানওয়ের একদম শেষ অবধি গড়িয়েই চলছিল, প্রবল বৃষ্টিতে এই ঘটনা ঘটে৷ এরপর প্লেনটি ভ্যালিতে পড়ে যায় আর দু'টুকরো হয়ে যায়৷ দ্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ার ইন্ডিয়ারই একটি অংশ, এবং এদের কাছে শুধু B737-ই আছে৷
২৩ মার্চের পর থেকে করোনা অতিমারির জেরে সাধারণ সূচি মেনে দেশের বিমানের পরিচালন ব্যবস্থা বন্ধ রয়েছে৷ ৬ মে -র পর থেকে বিশেষভাবে চালানো হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানগুলি৷ বন্দে ভারত মিশনে মূলত এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানগুলি চলছে৷ বেশ কিছু প্রাইভেট বিমান সংস্থাও এই কাজে নিজেদের বিমান চালিয়েছে৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই গোটা ঘটনায় রহস্য় রয়েছে৷