TRENDING:

Ahmedabad School Case: 'মারধর করতে পারতিস, মেরে দিলি কেন?', আহমেদাবাদে সিনিয়রকে খু*নের ঘটনায় ধৃত ছাত্র উত্তরে যা বলল অবিশ্বাস্য!

Last Updated:

Ahmedabad School Case: বুধবার আহমেদাবাদের একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে একই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। ওই ঘটনার তদন্তে পুলিশের হাতে এসেছে অভিযুক্তের কিশোরের সঙ্গে এক সহপাঠীর হাড়হিম করা হোয়াটসঅ্যাপ কথোপকথন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: বুধবার আহমেদাবাদের একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে একই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। ওই ঘটনার তদন্তে পুলিশের হাতে এসেছে অভিযুক্তের কিশোরের সঙ্গে এক সহপাঠীর হাড়হিম করা হোয়াটসঅ্যাপ কথোপকথন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্কুল চত্বরেই ভাঙচুর চালান অভিভাবকদের একাংশ। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেই সূত্রেই তদন্তকারীদের হাতে এসেছে অভিযুক্ত বালকের সঙ্গে তার এক বন্ধুর ইনস্টাগ্রাম চ্যাট। পুলিশের দাবি, ইনস্টাগ্রাম চ্যাটে বন্ধুর কাছে নিজের অপরাধ স্বীকার করেছে সে।

আরও পড়ুন: ‘জেলে গেলে তো লোকে…’, মাদক-কাণ্ডে ২৮ দিন জেলে কী হয়েছিল শাহরুখের ছেলের সঙ্গে? মুখ খুললেন আরিয়ান

advertisement

বুধবার দশম শ্রেণির পড়ুয়া নয়ন সানতানির সঙ্গে সঙ্গে তর্ক হয় তার এক জুনিয়রের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ওই জুনিয়র পড়ুয়া স্কুলের সিনিয়র দাদাকে ছুরি দিয়ে মারাত্মক ভাবে আঘাত করে। সূত্রের খবর, স্কুলের বাইরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দশম শ্রেণির ওই ছাত্র। শহরজুড়ে শুরু হয়ে যায় বিক্ষোভ-প্রতিবাদ। মূলত শামিক হন ছাত্রছাত্রীদের মা-বাবারা।

advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইনস্টাগ্রামে অভিযুক্ত ছেলেটি তার বন্ধুর সঙ্গে কী কী কথা বলা হয়েছে তার একটি বিবরণ দেওয়া হল নীচে

advertisement

বন্ধু – ভাই তুমি কিছু করেছ আজ?

অভিযুক্ত- হ্যাঁ

বন্ধু- ভাই তুমি ছুরি চালিয়েছ?

অভিযুক্ত- তোকে কে বলল?

বন্ধু- এক মিনিটের জন্য ফোন করো, ফোনে কথা বলছি

অভিযুক্ত- না না

বন্ধু- চ্যাটে এসব কথা নয়। আমার মাথায় প্রথম তোর নামই এল। তাই তোকে বললাম।

অভিযুক্ত- দাদা আছে সঙ্গে। ও জানে না। ওকে কে বলল?

advertisement

বন্ধু- ও বোধহয় মরে গেছে

অভিযুক্ত- সে কী, কে ছিল?

বন্ধু- তুই ছুরি চালিয়েছিলি? সেটাই জিজ্ঞেস করছি

অভিযুক্ত- হ্যাঁ

আরও পড়ুন: আকাশে কালো মেঘের ঘনঘটা, কলকাতায় তুমুল বৃষ্টি-দুর্যোগ আসছে, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড়-বাজের সতর্কতা জারি! আবহাওয়ার বড় খবর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই ইনস্টাগ্রাম চ্যাটে এও দেখা গিয়েছে যে যখন অভিযুক্তকে তাঁর বন্ধু জিজ্ঞেস করেছে যে কেন সে ছুরি চালিয়েছে, জবাবে অভিযুক্ত বলছে, ‘আরে আমায় বলছিল যে কে তুই, কী করে নিবি?’ অভিযুক্তর এমন কথা শুনে তার বন্ধুকে বলতে শোনা গিয়েছে, ‘মারধর করতে পারতিস। তাই বলে মেরে দিবি কেন?’ বন্ধুর এই কথায় অভিযুক্ত ভাবলেশহীন হয়ে বলেছে। ‘ছাড় না, যা হয়েছে, হয়ে গেছে।’ আরও একটি মেসেজে অভিযুক্তকে তার বন্ধুর উদ্দেশ্যে এও বলতে দেখা গিয়েছে, ‘যা বলে দে আমি কুপিয়েছি।’

বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad School Case: 'মারধর করতে পারতিস, মেরে দিলি কেন?', আহমেদাবাদে সিনিয়রকে খু*নের ঘটনায় ধৃত ছাত্র উত্তরে যা বলল অবিশ্বাস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল