TRENDING:

মোতেরার নাম হয়ে গেল নরেন্দ্র মোদি স্টেডিয়াম! তাজ্জব বিরোধীরা বলছেন-এমনও হয়!

Last Updated:

ক্রিকেটারও নন, মৃত কিংবদন্তিও নন, কেন জীবিত রাজনীতিবিদের নামে দেশের একটি স্টেডিয়াম হবে, এই নিয়ে এক যোগে তরজায় নেমেছে বিরোধীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: নাম বদলে গেল মোতেরা স্টেডিয়ামের। ফিরোজ শাহ কোটলার নামবদলের পর আমেদাবাদের মোতেরা তথা সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম হল দেশের প্রধানমন্ত্রীর নামে। এখন থেকে এই স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামেই পরিচিত হবে। বছর খানেকের সংস্কারের পর আজ এই স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত থেকে এই বার্তা দেন অমিত শাহ। তিনি মোতেরাকে উদাহরণ হিসেবে সামনে রেখেই বলেন, আমেদাবাদ খুব শিগগির ভারতের স্পোর্টস সিটি হবে। তবে, ক্রিকেটারও নন, মৃত কিংবদন্তিও নন, কেন জীবিত রাজনীতিবিদের নামে দেশের একটি স্টেডিয়াম হবে, এই নিয়ে এক যোগে তরজায় নেমেছে বিরোধীরা।
advertisement

কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটার রাধিকা খেরা এদিন ট্যুইটারে লেখেন, "সর্দার প্য়াটেলের নাম সরে গেল এক ব্যক্তির নামে স্টেডিয়ামের নামাঙ্কণের স্বার্থে? আত্মপ্রেমী প্রচার-মন্ত্রীর মাস্টরস্ট্রোক এটা।"

তোপ দেগেছে তৃণমূলও।তৃণমূল মুখপাত্র কুনালঘোষ বলেন, "এটা বিজেপির পক্ষেই সম্ভব। বাম জমানায় একজন বাম বিধায়ক নিজের মূর্তি বসিয়েছিলেন। ওটা সিকিভাগ। আর নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন সরকার তথা ডবল চুল্লি শ্মশান পরিচিত স্টেডিয়ামকে এভাবে নামকরণ করছে। পুরনো জিনিসকে ভুলিয়ে বিশ্রী জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। আগ্রাসী আধিপত্য এটা। নরেন্দ্র মোদি আর যাই হন, ক্রিকেটার নন।ঠ

advertisement

অমিত শাহ এদিন মোতেরার নতুন রূপটির উদ্বোধন করে বলেন, এই স্টেডিয়াম নরেন্দ্র মোদির ড্রিম প্রজেক্ট। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই বিষয় নিয়ে ভেবেছিলেন। মন্ত্রীমণ্ডলে তিনি বলেছিলেন, দুটি বিষয়ে আমাদের এগোতে হবে। একটি খেলাধুলো, অন্যটি হল সেনায় যোগদান।

রাজনৈতিক নেতাদের নামে স্টেডিয়ামের নামকরণ ভারতবর্ষে নতুন নয়ষ গত বছরই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে অরুণ জেটলি স্টেডিয়াম করা হয়। দেশে জওহরলাল নেহেরুর নামাঙ্কিত স্টেডিয়াম রয়েছে ৯টি। তার মধ্যে আটটিতে জাতীয় ও আন্তর্জাতিক খেলাঘুলো হয়। রাজধানী দিল্লি, গুয়াহাটি, বিজয়ওয়াড়াতে স্টেডিয়াম রয়েছে ইন্দিরা গান্ধীর নামেও। দেরাদুন, হায়দ্রাবাদ, কোচিতে  স্টেডিয়াম গড়া হয়েছে রাজীব গান্ধীর নামে। অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত নাদাউন ও লখনউ-এর দুটি স্টেডিয়াম। কিন্তু এই স্টেডিয়ামগুলির কোনওটার নামকরণই এই ব্যক্তিদের জীবদ্দশায় বা শাসনকালে করা হয়নি, বিরোধীর বক্তব্য এটাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

১৯৮৩ সালের ১২ নভেম্বর প্রথম তৈরি হয় মোতেরা স্টেডিয়াম। তাঁর আমূল সংস্কার হল গত এক বছরে। বর্তমানে স্টে়ডিয়ামে দর্শকাসন ১ লক্ষ ১০ হাজার।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোতেরার নাম হয়ে গেল নরেন্দ্র মোদি স্টেডিয়াম! তাজ্জব বিরোধীরা বলছেন-এমনও হয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল