TRENDING:

Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা, ব‍্যাকপ‍্যাক তৈরি...‘ক'টা দিন থেকে যা না বাবা’! মায়ের চোখের জলই কীভাবে বাঁচিয়ে দিল গুজরাতের যুবকের প্রাণ?

Last Updated:

Air India Plane Crash: ২৪২ জনকে নিয়ে আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত: বৃহস্পতিবার দুপুর। ২৪২ জনকে নিয়ে আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১। একজন ছাড়া, প্লেনের যাত্রী-সহ ক্রু কেউ বাঁচেননি। এখনও পর্যন্ত মৃত‍ের সংখ‍্যা ২৮৯ জন। কিন্তু অভিশপ্ত ওই প্লেনেরই যাত্রী সওয়ার হওয়ার কথা ছিল ইয়ামন ব‍্যাসের। কিন্তু মায়ের ‘মনের কু-ডাক’ই বাঁচিয়ে দিল প্রাণ।


এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা, ব‍্যাকপ‍্যাক তৈরি...‘ক'টা দিন থেকে যা না বাবা’! মায়ের চোখের জলই কীভাবে বাঁচিয়ে দিল প্রাণ?
এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা, ব‍্যাকপ‍্যাক তৈরি...‘ক'টা দিন থেকে যা না বাবা’! মায়ের চোখের জলই কীভাবে বাঁচিয়ে দিল প্রাণ?
advertisement

ইউকেতে কর্মরত গুজরাতের ভাদোদরার ইয়ামন ব‍্যাস। দু বছর পর বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবারই ফিরে যাবেন ভেবেছিলেন বাড়ি থেকে। সেই দুর্ভাগ্যজনক দিনে লন্ডনে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতও ছিলেন। ব‍্যাকপ‍্যাকও তৈরি। এই ফ্লাইটেই লন্ডন ফেরত যাওয়ার কথা। টিকিটও কাটা হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: ওড়ার একটু আগেই…বড় বিপদ থেকে কোনওক্রমে রক্ষা! কলকাতা থেকে হিনডোন গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি

advertisement

আরও পড়ুন: হাতে ছাতা রাখুন! এক্ষুনি ৪ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, বর্ষার পাকাপাকি দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস

বাধ সাধলেন মা। ‘‘আর ক’টা দিন থেকে যা না বাবা’’, মায়ের চোখের জলের আর্তি ফেলতে পারেননি ইয়ামান। তড়িঘড়ি টিকিট বাতিল করে দেন ইয়ামান। সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তিনি নিজেই জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা। “পরে সেই দুপুরে, যখন দুর্ঘটনার বার্তা আমার মোবাইলে আসতে শুরু করল, আমি বুঝতে পারলাম কিভাবে আমার মায়ের অন্তর্দৃষ্টি আমার জীবন বাঁচিয়েছে,” জানালেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা, ব‍্যাকপ‍্যাক তৈরি...‘ক'টা দিন থেকে যা না বাবা’! মায়ের চোখের জলই কীভাবে বাঁচিয়ে দিল গুজরাতের যুবকের প্রাণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল