আনমোল দুগাল (Anmol Duggal) নামের সেই ইঞ্জিনিয়ারকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে সেই তরুণ স্বীকার করেছেন যে বাবা করোনাতে মারা যাওয়ার পর তাঁর চাকরিটাও চলে গেলে তিনি চুরির এই পথ বেছে নেন। সংসার চালানোর জন্য তিনি বেশি দামের সাইকেল চুরি করে কম দামে বিক্রি করে দিতেন। ২০ হাজার টাকার সাইকেল তিনি ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করে দিতেন।
advertisement
পুলিশ জানতে পেরেছে যে সেই তরুণ আদতে দিল্লির বাসিন্দা, পেশায় আইটি ইঞ্জিনিয়ার। বাবা করোনাতে মারা যাওয়ার পর তাঁর পরিবারে একমাত্র তিনিই ছিলেন ভরসা। তাই চাকরি হারিয়ে সেই তরুণ এই চুরির পথই বেছে নেন। এই তরুণ ইঞ্জিনিয়ারের দলে আর কেউ আছে কি না, পুলিশ তার তদন্ত করছে। এর সঙ্গে অন্য কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না পুলিশ সেই বিষয়েও তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- লাগবে না ড্রাইভিং লাইসেন্স, মাত্র ৭ টাকায় ১০০ কিমি ছুটবে সাধের বাইক! কিনবেন নাকি
প্রসঙ্গত কিছু দিন আগে এমনই একটা ঘটনা ঘটেছিল ম্যাঙ্গালুরুতে। ২৯ অগাস্ট সেখানকার পুলিশ ৩ জন বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করে। তাঁরা একজন পুলিশ ইন্সপেক্টরের বাড়ি থেকে বাইসাইকেল চুরি করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করে। সেই ৩ জন হলেন ৩০ বছরের হনুমন্ত (Hanumantha), ২৯ বছরের মঞ্জুরাজ (Manjuraj), ৬৬ বছরের শঙ্কর শেঠি (Shankar Shetty)। তাঁদের বাড়ি থেকে ৯টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে, যার বাজারদর প্রায় ১.৫ লক্ষ টাকার মতো।