প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ১৬৩জন যাত্রী ছিলেন বিমানটিতে, এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে। আরও জানা গিয়েছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ। তারপরেই কিছুক্ষণের মধ্যে ঘটে ওই দুর্ঘটনা। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই অবশ্য জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
কেন্দ্রীয় অসামরিক মন্ত্রী রামমোহন নাইডু এক্স-এ পোস্ট করেছেন, “আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক ও বিধ্বস্ত। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উদ্ধারকারী দলগুলিকে একত্রিত করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা এবং ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। বিমানে থাকা সকল যাত্রী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা।”