গুলির শব্দে তাল কাটল পূরবীর। ভারত থেকে পাততাড়ি গুটিয়ে পাকিস্তানে চলে যাওয়ার হুঁশিয়ারির সামনে বলিউডের পাক সঙ্গীতশিল্পী ও অভিনেতারা। এমএনএসের হুঁশিয়ারি- ‘পাকশিল্পীরা, ভারত ছাড়’ !
এমএনএস-এর হুঁশিয়ারি
১.অভিনেতা ফওয়াদ খান ২.আলি জাফর ৩.ইমরান আব্বাস ৪.মাওরা হোকেন ৫.মাহিরা খান ৬. গায়ক রাহত ফতে আলি খানকে।
শুধু চলচ্চিত্রই নয়, ক্রিকেটের ময়দানে পিসিবি-র সঙ্গে মুখ দেখাদেখি আপাতত বন্ধ বলে জানিয়েছে বিসিসিসিআই। একসময়, ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যার সমাধান ক্রিকেটের মাঠেই খুঁজতেন কূটনীতিকরা। সীমান্তের উত্তেজনা বহুবার আগুনে বোলিং স্পেল বা ঝোড়ো ব্যাটিংয়ে উগরে দিয়েছেন দু’দেশের ক্রিকেটাররা। কিন্তু, উরি হামলার জের এবার বাইশ গজে।
advertisement
উরি-র কোপে ক্রিকেট
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ভিসা দেওয়া হয়নি প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারকে। ভিসা জটে আটকে কেকেআর-এর বোলিং মেন্টর ওয়াসিম আক্রমও।
অক্টোবরে দিল্লিতে বাণিজ্য মেলা আলিশান পাকিস্তানে হাজির থাকছে না ইসলামাবাদ। হাসি ভুলে ওয়াঘার দু’পারেই এখন মুখ গম্ভীর।
একসময়, গুলাম আলিকেও পড়তে হয়েছিল ভারত-পাক দ্বন্দ্বের কোপে। বিখ্যাত শিল্পীকে ফিরিয়ে দিয়েছিল মুম্বই। তাঁকে কলকাতায় ডেকে এনে সহিষ্ণুতার অনন্য নজির গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সেই দরজাও। সুফি-গজলের সুর চাপা পড়েছে সীমান্তে গোলাগুলির আওয়াজে।