TRENDING:

উরি হামলার আঁচ চলচ্চিত্রের পর্দায়, কোপে ভারত-পাক ক্রিকেটও

Last Updated:

উরির হামলার পর ব্যাকসিটে ‘আমন কি আশা’। কূটনৈতিক চাপে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক যোগাযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  উরির হামলার পর ব্যাকসিটে ‘আমন কি আশা’। কূটনৈতিক চাপে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক যোগাযোগ। মহারাষ্ট্র নব নির্মান সেনার হুমকির মুখে অভিনেতা ফওয়াদ খান, গায়ক রাহত ফতে আলি খানের মত পাক শিল্পীরা। ভিসা পাননি পাক ক্রিকেটার শোয়েব আখতার। অন্যদিকে করাচিতে শো বাতিল করতে হয়েছে ভারতীয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে। দু’দেশের সম্পর্কের উত্তাপ সংস্কৃতি ও ক্রীড়াজগতে।
advertisement

গুলির শব্দে তাল কাটল পূরবীর। ভারত থেকে পাততাড়ি গুটিয়ে পাকিস্তানে চলে যাওয়ার হুঁশিয়ারির সামনে বলিউডের পাক সঙ্গীতশিল্পী ও অভিনেতারা। এমএনএসের হুঁশিয়ারি- ‘পাকশিল্পীরা, ভারত ছাড়’ !

এমএনএস-এর হুঁশিয়ারি

১.অভিনেতা ফওয়াদ খান ২.আলি জাফর ৩.ইমরান আব্বাস ৪.মাওরা হোকেন ৫.মাহিরা খান ৬. গায়ক রাহত ফতে আলি খানকে।

শুধু চলচ্চিত্রই নয়, ক্রিকেটের ময়দানে পিসিবি-র সঙ্গে মুখ দেখাদেখি আপাতত বন্ধ বলে জানিয়েছে বিসিসিসিআই। একসময়, ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যার সমাধান ক্রিকেটের মাঠেই খুঁজতেন কূটনীতিকরা। সীমান্তের উত্তেজনা বহুবার আগুনে বোলিং স্পেল বা ঝোড়ো ব্যাটিংয়ে উগরে দিয়েছেন দু’দেশের ক্রিকেটাররা। কিন্তু, উরি হামলার জের এবার বাইশ গজে।

advertisement

উরি-র কোপে ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ভিসা দেওয়া হয়নি প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারকে। ভিসা জটে আটকে কেকেআর-এর বোলিং মেন্টর ওয়াসিম আক্রমও।

অক্টোবরে দিল্লিতে বাণিজ্য মেলা আলিশান পাকিস্তানে হাজির থাকছে না ইসলামাবাদ। হাসি ভুলে ওয়াঘার দু’পারেই এখন মুখ গম্ভীর।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

একসময়, গুলাম আলিকেও পড়তে হয়েছিল ভারত-পাক দ্বন্দ্বের কোপে। বিখ্যাত শিল্পীকে ফিরিয়ে দিয়েছিল মুম্বই। তাঁকে কলকাতায় ডেকে এনে সহিষ্ণুতার অনন্য নজির গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সেই দরজাও। সুফি-গজলের সুর চাপা পড়েছে সীমান্তে গোলাগুলির আওয়াজে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
উরি হামলার আঁচ চলচ্চিত্রের পর্দায়, কোপে ভারত-পাক ক্রিকেটও