TRENDING:

Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব, অসমের ১০ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ, মোতায়েন সেনা

Last Updated:

বুধবার সন্ধে সাত থেকেই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা ৷ ২০ কোম্পানি সিআরপিএফ নামানো হল অসমে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আজও উত্তাল উত্তর-পূর্বাঞ্চল। জ্বলছে অসম-ত্রিপুরা ৷ নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভের আগুন উত্তর-পূর্বের রাজ্যে ৷ বিক্ষোভকারীদের হঠাতে শূন্যে গুলি চালায় পুলিশ ৷ অসমের ১০ জেলায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ও ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ ৷ বুধবার সন্ধে সাত থেকেই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা ৷  ২০ কোম্পানি সিআরপিএফ নামানো হল অসমে ৷
advertisement

ত্রিপুরা ও অসমে জনজাতি অধ্যুষিত এলাকায় আক্রমণের লক্ষ্য প্রবাসীরা। গুয়াহাটিতে সচিবালয়ের বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। বিক্ষোভ থামাতে ছোড়া হয় রবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল। সেনা নামানো হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। আর দুই কলাম সেনা নামানো হয়েছে অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়ে। মোতায়েন করা হয়েছে বিএসএফ-র‌্যাফ। বিলের প্রতিবাদে গুয়াহাটিতেও পথে নেমে পড়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিবাদে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও অসম ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ বেশির ভাগ কলেজের ছাত্রছাত্রীরা। রাজধানী দিসপুরে যাওয়ার পথে মূল সড়ক গুয়াহাটি-শিলং রোড অবরোধ করেছেন তাঁরা। অবরোধ ওঠাতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। গুয়াহাটির ইন্দো-জাপান সামিটের মঞ্চে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ গুয়াহাটি বিমানবন্দরে আটকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ৷

advertisement

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পরিস্থিতি এতটাই খারাপ যে, ৫ হাজার আধাসামরিক বাহিনী উড়িয়ে আনা হল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ মোট ২০ কোম্পানি সেনা কাশ্মীর থেকে তুলে আনা হয়েছে৷ বাকি ৩০ কোম্পানি সেনা দেশের অন্যান্য জায়গা থেকে তুলে উত্তর-পূর্ব ভারতে মোতায়েন করা হয়েছে৷ সিআরপিএফ, বিএসএফ ও সশস্ত্র সেনা বল-- এই তিন বাহিনী থেকে সেনা মোতায়েন করা হয়েছে৷  ত্রিপুরাতেও ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে ৷

advertisement

নাগরিকত্ব বিল নিয়ে কতটা জানেন আপনি?

সোমবার লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব বিল ৷ এই ক্যুইজ থেকে জেনে নিন এই বিল সম্পর্কে আপনি কতটা জানেন

advertisement

নাগরিকত্ব বিল তিব্বতি রিফিউজিদের নাগরিকত্ব দেবে ?

পাকিস্তানে ধর্মীয় নিপীড়নে এদেশে পালিয়ে আসা আহমদিয়া শরণার্থীদের CAB-র অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে ?

যে বাংলাদেশী হিন্দু অভিবাসী ২০১৫ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাকে সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে?

advertisement

বাংলাদেশ থেকে আসা একটি অবৈধ বৌদ্ধ অভিবাসী, যার নাম অসমের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ ছিল এবং বিদেশি ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে ৷ সিএবির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার কি যোগ্য ?

মেঘালয় ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত, যা CAB-র আওতার বাইরে। তাহলে কি মেঘালয়ের শিলংয়ের পুলিশ বাজার এলাকায় বসবাসরত বাংলাদেশ থেকে আসা কোনও অবৈধ হিন্দু অভিবাসী সিএবির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?

ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী সমস্ত অবৈধ বাঙালি হিন্দু অভিবাসীরা সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে ?

পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নির্যাতনের শিকার হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা যারা ভারতে চলে এসেছিলেন তাদেরকে CAB-র অধীনে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে।

ভারতে যে কোনও হিন্দু অভিবাসী সিএবির অধীনে নাগরিকত্ব দাবি করতে পারেন।

বাংলাদেশ থেকে চাকমা ও হাজং শরণার্থীরা যারা অরুণাচল প্রদেশে পুনর্বাসিত হয়েছেন এবং এখনও ভারতের নাগরিকত্ব পাননি তারা সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারেন।

শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু তামিলরা কি CAB-র অধীনে ভারতীয় নাগরিকত্ব চাইতে পারেন ?

একজন অসমিয়াভাষী হিন্দু যার শিকড় জোড়হাটে রয়েছে কিন্তু সঠিক দলিলের অভাবে তাকে অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) থেকে বাদ দেওয়া হয়েছিল। তিনি কি সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব, অসমের ১০ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ, মোতায়েন সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল