শনিবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল দেবেন্দ্র ফড়নবিশের একটি পুরনো টুইট। ২০১৪ সালে সেই টুইটে ফড়নবিশ জানিয়েছিলেন,বিজেপি কখনই এনসিপির সঙ্গে জোটে যাবে না। আমরাই ওদের দুর্নীতি প্রকাশ্যে এনেছি।
তারপর শনিবার সকালের এই ছবি। হাত মেলাচ্ছেন অজিত পাওয়ার - ফড়নবীশ।
পুরনো অবস্থান ভুলে এনসিপির পক্ষে জোটের পক্ষেই সওয়াল ফড়নবীশের।
এরপরই মহারাষ্ট্রের রাজনীতিতে ফিরে এল ন্যায়নীতির প্রশ্ন।
advertisement
বিজেপির পালটা প্রশ্ন, ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায় শিবসেনা এড়াবে কীভাবে? দীর্ঘদিনের বন্ধু বিজেপির শীর্ষনেতৃত্বকে অপমানের অভিযোগেও সরব হয় গেরুয়া শিবির।
এরই মধ্যে মহারাষ্ট্র নিয়ে বল গড়ায় সুপ্রিম কোর্টে। রাজ্যপাল অনৈতিকভাবে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। এই অভিযোগ শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়
এরপর মহা-নাটকে অনেক নতুন অঙ্ক। সব দাবি, সব অঙ্ক গুলিয়ে যাওয়ার যোগাড়।