আবারও সেই বুধবার। আবারও এক ঘূর্ণিঝড়। ২০ মে আমফানের পর ৩ জুন নিসর্গ। আমফান তছনছ করেছে পশ্চিমবঙ্গকে। বুধবার দুপুর একটা নাগাদ, নিসর্গ আছড়ে পড়ে মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা আলিবাগে ৷ ভর দুপুরেই ঘোর অন্ধকার। ঝড়ের তখন তুমুল দাপট ৷ সাইক্লোনের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার ৷ করোনায় এমনিতেই মুম্বই কাহিল। তার উপর এবার ঝড়ের ঝাপটা। ঘূর্ণিঝড়ের দাপটে মুম্বইয়ে জায়গায় জায়গায় উপড়ে পড়ে গাছ ৷ জলের তোড়ে ভেসে যায় মোটরবাইক ৷ সমুদ্র তখন উত্তাল। জাহাজ ডুবে যায় যায়....যেন কাগজের নৌকো।
advertisement
মুম্বইয়ে ঘূর্ণিঝড় এক বিরল ঘটনা। শেষবার দেখা গিয়েছিল ১৩৮ বছর আগে, ১৮৮২ সালে। তারপর এবার। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় দেখেছে দেশের পূর্ব উপকূল ৷ এবার ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাদ গেল না পশ্চিম উপকূলও ৷ নিসর্গের পর এবার তালিকায় কোন ঘূর্ণিঝড় ? য়ে যবেই আসুক না কেন ৷ নাম কিন্তু আগেভাবেই ঠিক হয়ে গিয়েছে ৷ ‘নিসর্গ’ নামটি দেওয়া বাংলাদেশের ৷ পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত ৷ নাম ‘গতি’ ৷ ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যেই ঘূর্ণিঝড়ের নামের তালিকা ঠিক হয়ে গিয়েছিল ৷ সেগুলি হল ‘গতি’ ( ভারতের দেওয়া নাম), ‘নিভার’ ( ইরানের দেওয়া নাম), ‘বুরেভি’ (মলদ্বীপ), ‘তৌকতাই’ (মায়ানমার) এবং ‘ইয়াস’( ওমান) ৷