জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশ, জম্মুতে নিষেধাজ্ঞা শিথিলের পর আইন-শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে সঙ্গে কোনও কাশ্মীরিকে যেন হেনস্থা না করা হয় তা নজরে রাখার দায়িত্ব নিরাপত্তারক্ষীদের ৷ ৩৭০ ধারা বাতিলের কয়েকদিন আগে থেকেই উপত্যকাকে বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়। জারি করা হয় কারফিউ। ইন্টারনেট-মোবাইল পরিষেবা সব বন্ধ। বন্ধ দোকানপাট-স্কুল-কলেজ-অফিস। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উপত্যকা। এই ছবিটা কবে বদলাবে? বৃহস্পতিবার, নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণে ইঙ্গিত মিলেছিল, খুব তাড়াতাড়িই স্বাভাবিক ছন্দে ফিরবে কাশ্মীর।
advertisement
তিনি বলেন, ‘ইদ মুবারক ৷ সরকার দেখছে যাতে ইদ পালনে কোনও অসুবিধা না হয়৷ যাঁরা কাশ্মীরের বাইরে থাকেন এবং যাঁরা ইদে ঘরে ফিরতে চান তাঁদের ঘরে ফেরানোর দায়িত্ব সরকারের৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2019 5:42 PM IST