এই হ্যাকার গ্রুপ রাহুল গান্ধি ছাড়াও কংগ্রেস পার্টির সরকারি মেল অ্যাকাউন্ট ও বিজয় মালিয়ার সমস্ত সোশ্যাল আইডি ও মেল অ্যাকাউন্টও হ্যাক করে নেয় ৷ এবার হ্যাকারদের লক্ষ্য sansad.nic.in ৷
ফ্যাক্টরডেলি নামের একটি অনলাইন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেবার সময় এই হ্যাকাররা জানান, তাদের পরবর্তী লক্ষ্য সংসদের ডোমেন মেল অ্যাকাউন্ট হ্যাক ৷ রাহুল গান্ধি, বিজয় মালিয়ার মতো বড়সড় ব্যক্তিদের মেল অ্যাকাউন্ট হ্যাক করার পর প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই হ্যাকিং গ্রুপ ৷
advertisement
এবার আরও বড় দাঁও মারতে সংসদকে নিশানা বানিয়েছে লিজিয়ন ৷ তাদের বক্তব্য, @sansad.nic.in হ্যাক করতে পারলে একসঙ্গে রাজ্যসভা ও লোকসভার সমস্ত সাংসদদের মেল আইডি-র প্রতিটি ডিটেলস চলে আসবে এই হ্যাকার গ্রুপের হাতে ৷ এর ফলে প্রধানমন্ত্রী থেকে স্পিকার, ক্যাবিনেট থেকে বিরোধী সাংসদ অর্থাৎ যারা এই সংসদ-এর ডোমেনটি ব্যবহার করেন তাদের সবার ব্যাক্তিগত তথ্যের সঙ্গে সঙ্গে সমস্ত confidential mail চলে আসবে প্রকাশ্যে ৷ একইসঙ্গে প্রকাশ্যে চলে আসতে পারে সংসদে গৃহীত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্য তথ্য ৷ এর ফলে বিঘ্নিত হতে পারে দেশের নিরাপত্তা ৷
লিজিয়নের বক্তব্য, ‘এতে যদি কোনও ক্ষতি হয় তাতে তাদের কিছু করার নেই ৷ @sansad.nic.in -এর মতো অসুরক্ষিত ডোমেন দেশের অত্যন্ত গোপনীয় তথ্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মেল চালাচালি করলে তা প্রকাশ্য আসতে বাধ্য ৷’
