মূলত, গাড়ির ধোঁয়া, শস্যের আগাছা জ্বালানো এবং দীপাবলিতে দেদার বাজি পোড়ানোতে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। এই অবস্থায় শিশু, বয়স্কদের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর মধ্যেই এই বিষয় নিয়ে চিন্তিত দিল্লির মুখ্যমন্ত্রীও। এই প্রসঙ্গে তিনি জানান, সরকার এই বিষয়ে কার্যকরভাবেই কাজ করছে। দূষণ না কমলে কৃত্রিম বৃষ্টি করারও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
advertisement
দিল্লির এই দূষণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হবে বলে তিনি জানান। গোটা শহরজুড়ে সাড়ে সাত হাজারের বেশি ইলেকট্রিক বাস চালানো হবে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু, উৎসবের আবহেই দিল্লির যেন দমবন্ধ অবস্থা। শহরের বেশ কিছু জায়গায় আজ সকালে AQI পৌঁছে যায় ৩৮০-তে! যা স্বাস্থ্যের পক্ষে উদ্বেগজনক। মূলত, অশোক বিহার, দিলশাদ গার্ডেন, বাওয়ানা-সহ একাধিক জায়গায় শ্বাস নেওয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মূলত শহরের প্রতিটি জায়গাতেই AQI ঘোরা-ফেরা করেছে ৩০০-৪০০-এর মধ্যে।