আরও পড়ুন- উত্তরপ্রদেশ নির্বাচনে ৯৭% আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত! বিএসপির ৭২%
পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হতাশাজনক হারের পরেই এই বিষয়টি উঠে আসে। আম আদমি পার্টি (AAP) পঞ্জাবে সরকার গঠন করতে চলেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। অন্যদিকে কংগ্রেসের দখলে থাকা শেষ কয়েকটি রাজ্যের অন্যতম পঞ্জাব হাতছাড়া হয়ে গিয়েছে।
advertisement
উত্তরপ্রদেশে, যেখানে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা সক্রিয়ভাবে প্রচার চালিয়েছিলেন সেখানে কংগ্রেস ৪০৩ টি আসনের মধ্যে মাত্র দু’টি পেয়েছে এবং মোট ভোটের মাত্র ২.৪ শতাংশ পেয়েছে এই দল।
এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের এই হাল নিয়ে গান্ধি পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফের সমালোচনা শুরু হয়েছে এবং দলের নেতৃত্বে সংশোধনের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন অনেকে। প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর এবং জয়বীর শেরগিল এই নিয়ে সরাসরিই কথাও বলেছেন।
আরও পড়ুন- "পরিশ্রমকে ভোটে রূপান্তরিত করতে পারিনি," কংগ্রেসের ভরাডুবিতে আক্ষেপ প্রিয়াঙ্কার
তবে, কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমারের বিশ্বাস, গান্ধি পরিবারের অনুপস্থিতিতে দল সম্পূর্ণই ভেঙে পড়বে। তিনি বলেন, “গান্ধি পরিবার ছাড়া কংগ্রেস দল ঐক্যবদ্ধ থাকতে পারে না। তারাই কংগ্রেস দলের ঐক্যের মূল চাবিকাঠি... গান্ধি পরিবার ছাড়া কংগ্রেসের টিকে থাকা অসম্ভব।”