রাজনাথের মতে সেনাবাহিনীকে দূর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই এহেন প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। উপদ্রুত এলাকায় আফস্পার সাহায্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয়েছে । কংগ্রেস যদি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায় তা কখনোই হতে দেবে না মোদি সরকার,জানিয়েছেন রাজনাথ ।
এর আগে এক সংবাদপত্রকে রাজনাথ জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, সঠিক পথে কাজ করছে কেন্দ্র ।কিছু বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হবে না । কাশ্মীরে সবরকম উন্নয়নের জন্য চেষ্টা করছে কেন্দ্র ও খুব শীঘ্রই গোটা বিশ্বে কাশ্মীরের এক স্বতন্ত্র পরিচিতি গড়ে উঠবে ।
সাম্প্রতিক ৩৭০ ও ৩৫-এ ধারা নিয়ে বিতর্ক প্রসঙ্গে রাজনাথ জানিয়েছেন এই নিয়ে কেন্দ্র সরকারিভাবে কিছু জানায়নি । এই বিষয় নিয়ে অহেতুক ভ্রান্ত খবর ছড়াচ্ছেন কিছু রাজনৈতিক নেতা । কাশ্মীরের উন্নয়নের স্বার্থে বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও সহযোগিতা করতে হবে কেন্দ্রের সঙ্গে,জানিয়েছেন রাজনাথ।