TRENDING:

Aditya L1: কুর্নিশ ভারত, চাঁদের পর এবার সূর্যের লক্ষ্যে পাড়ি দিল ইসরোর আদিত্য এল ১, সফল উৎক্ষেপণ, রইল ভিডিও

Last Updated:

Aditya L1 Launch : শনিবার নির্ধারিত সময়ে সফল উৎক্ষেপণ হয় ভারতের সৌর মিশনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীহরিকোটা: চাঁদের পর এবার মিশন সূর্য৷ শ্রীহরিকোটা থেকে ১১.৫০ মিনিটে সফল উৎক্ষেপণ হল আদিত্য এল ১৷ শনিবার নির্ধারিত সময়ে সফল উৎক্ষেপণ হয় ভারতের সৌর মিশনের৷
advertisement

আদিত্য-এল 1 মহাকাশযানটি সূর্যের কক্ষপথের দূরবর্তী পর্যবেক্ষণ এবং L1 (সূর্য-আর্থ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট) এ সৌর বায়ু অধ্যয়নের জন্য ডিজাইন করা হয়েছে, যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে।

দেখে নিন সৌর মিশনের লাইভ পথ যা ইসরোর অফিসিয়াল হ্যান্ডেল দেখা যাচ্ছে

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) দেশের প্রথম মিশন সূর্য আদিত্য এল ১ -র জন্য পুরোপুরি তৈরি ছিল।  ২ সেপ্টেম্বরের এই মিশনের জন্য কাউন্টডাউনের পর সফল উৎক্ষেপণ হয়। ইসরোর চেয়ারম্যান এস. আদিত্য-এল ১ মিশন শুরুর আগে সোমনাথ শুক্রবার সুলুরুপেতার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে ঈশ্বর দর্শনে যান৷ সেখানে দেবী মায়ের কাছে মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করেন। মন্দিরের আধিকারিকরা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টায় মন্দিরে পৌঁছে প্রার্থনা করেন ইসরোর বিজ্ঞানীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আদিত্য-L1 মিশনের উদ্দেশ্য হল ‘L1’ এর চারপাশে কক্ষপথ থেকে সূর্যকে অধ্যয়ন করা। বিভিন্ন তরঙ্গ ব্যান্ডে সূর্যের আলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং বাইরেরতম স্তর-পেরিফেরি পর্যবেক্ষণ করার জন্য এতে সাতটি যন্ত্র থাকবে। এই মিশনের সাহায্যে ইসরো বিজ্ঞানীরা প্রথমবারের মতো সূর্যের চৌম্বক ক্ষেত্রের বিদ্যমান যন্ত্র সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, আদিত্য এল১-এর সাহায্যে সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মির প্রবাহ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর সাহায্যে সৌর বায়ু বিশ্লেষণ করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Aditya L1: কুর্নিশ ভারত, চাঁদের পর এবার সূর্যের লক্ষ্যে পাড়ি দিল ইসরোর আদিত্য এল ১, সফল উৎক্ষেপণ, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল