দিন কয়েক আগে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল সিদ্ধান্ত নেন রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার ৷ সাধারণ মানুষের মত জীবন কাটাতে চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ যা নিয়ে এই মুহূর্তে টালমাটাল ব্রিটিশ রাজপরিবারের সুপ্রাচীন ঐতিহ্য ৷
এই ঘটনাকেই বিজ্ঞাপনের হাতিয়ার করেছে ফেভিকল ৷ ভারত লুন্ঠনের সময় ‘কোহিনুর হিরে নিয়ে পালিয়ে যাওয়া ব্রিটিশরাজকে এক হাত নিয়ে ফেভিকল একটি ছবি ট্যুইট করেছে ৷
advertisement
এই মুহূর্তে বিশ্বের অন্যতম মূল্যবান এই হিরেটি রয়েছে রাণি এলিজাবেথের মুকুটে ৷ সেই মুকুটের একটি ছবি পোস্ট করে ফেভিকল লিখেছে, ‘ডিয়ার রয়্যাল ফ্যামিলি, ‘কোহিনুর নেহি, ফেভিকল লে জানা চাইয়ে থা ৷’
advertisement
ছবিটির উপরে ফেভিকলের ক্যাপশনটিও দারুণ ৷ তারা লিখেছে, ‘ফেভিকল হোতা তো সাস-এক্স না হোতা অউর পরিবার অটুট রেহতা ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2020 11:25 AM IST