আধার বাধ্যতামূলক করার প্রতিবাদে সংসদের দুই কক্ষেই তোলপাড়। কার্ড না থাকলে মিলবে না সরকারি সুবিধা। কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে বুধবার প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সংসদে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা।
শুধু, পশ্চিমবঙ্গই নয়, আধার কার্ড হাতে পাননি এমন নাগরিকের সংখ্যা বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশাতেও কম নয়। ফলে, হাতেগরম এই ইস্যুতে খুব সহজেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি, বিজু জনতা দল, সংযুক্ত জনতা দল।
advertisement
প্রবল আক্রমণের সামনে পড়ে সকলের আধার কার্ড পাওয়ার আশ্বাস দিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। কেন্দ্রের নীতি বাতিলের দাবিতে রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা। তিন বার মুলতুবি হয় অধিবেশন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আধার কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের মিলিত স্বর আসলে ফেডারেল ফ্রন্টেরই মহড়া।