রীতা ভাদুড়ির প্রয়াণের খবর প্রথম প্রকাশ্যে আনেন 'রাজি' অভিনেতা শিশির শর্মা। তিনি ফেসবুকে পোস্ট করেন, '' দুঃখের সঙ্গে জানাচ্ছি, বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি আর আমাদের মধ্যে নেই। আজ, ১৭ জুলাই, বেলা ১২টার সময় পার্শি ওয়াড়া রোড-এর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। খুব ভাল মনের একজন মানুষকে হারালাম। আমরা অনেকেই মাতৃহারা হলাম। তোমায় খুব মনে পড়বে মা...''
advertisement
৩০ বছরেরও বেশি বিনোদন দুনিয়ায় রাজ করেছেন বড় পর্দা ও টেলিভিশনের জনপ্রিয় মুখ রীতা ভাদুড়ি। অভিনয় করেছেন ৭০-এরও বেশি ছবিতে !'রাজা', 'জুলি', 'বেটা', 'দিল ভিল পয়্যার ভয়্যার'-এর মতো সুপারহিট সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় দর্শক কোনওদিন ভুলবে না! দেখা মিলেছে ৩০-এরও বেশি টেলিভিশন শো-এ! 'সারাভাই ভার্সেস সারাভাই', 'ছোটি বহু', 'কুমকুম', 'খিচড়ি'-র সাবলীল রীতা মানুষের মনে রয়ে যাবেন আজীবন !
সূত্রের খবর, কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী।
