রেড জোনে জরুরি পণ্য উৎপাদন করা হয় এমন শিল্প বা কারখানা, ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্প খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ একই সঙ্গে রেড জোনেও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কাজের সময় ভাগ করে দিয়ে চটকল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি নির্মাণ শিল্প এবং প্যাকেজিং ইউনিট খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
ফাইন্যান্সিয়াল সেক্টর খোলা রাখা হবে যার মধ্যে ব্যাঙ্ক সামিল রয়েছে ৷ NBFCs, ইনস্যুরেন্স ও ক্যাপিটল মার্কেট , ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি খোলা থাকবে ৷ বিদ্যুৎ, জল, স্যানিটেশন, টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট পরিষেবা খোলা থাকবে ৷ ক্যুরিয়র ও পোস্টল পরিষেবাকে অনুমতি দেওয়া হয়েছে কাজ করার ৷
Location :
First Published :
May 01, 2020 8:32 PM IST