৮০ বছরের এই সমাজ কর্মী ভর্তি ছিলেন নয়াদিল্লির Institute of Liver and Biliary Sciences-এ ৷ মঙ্গলবার থেকে তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন৷ মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে৷
অগ্নিবেশ আর্যসভার নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন৷ আর্য সমাজের নীতি মেনেই ১৯৭০ সালে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল৷ তিনি বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনায় অংশ নিতেন৷
advertisement
তিনি এছাড়াও বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন৷ কন্যা ভ্রূণ হত্যা, মহিলাদের স্বনির্ভর করার মতো একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন৷
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘স্বামী অগ্নিবেশের মৃত্যু গভীর দুঃখের৷ সহিষ্ণুতা ও মানবতার এক প্রকৃত যোদ্ধা ছিলেন তিনি৷ সাধারণ মানুষের উন্নয়নের জন্য একাধিক সময়ে তিনি অসম সাহসিকতার কাজ করেছেন৷ ২ বছর আগে BJP/RSS-র গণপিটুনির ঘটনায় তিনি কষ্ট পেয়েছিলেন৷ শান্তিতে থাকুন অগ্নিবেশজী৷ ’