২০২০-র শুরুতে করোনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অনেকে আক্রান্ত হওয়ার পর বেঁচেও গেছেন। এর মধ্যে করোনার ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিন নেওয়ার পরেও দু-তিনবার করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যাও কম নয়।
আরও পড়ুন- তিনদিন ধরে ডেলিভারি বয় সেজে থাকল পুলিশ, ভয়ঙ্কর গ্যাং-এর খেল খতম
advertisement
একবার ঊর্ধ্বমুখী, একবার নিম্নগামী৷ আতঙ্ক যেন কাটছেই না৷ বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময়মতো ভ্যাকসিন নেওয়াটাই করোনা ছুঁতে না পারার অন্যতম কারণ হতে পারে। পাবলিক প্লেসে মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, দূর থেকে কাজ করা, নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং ভ্রমণ এড়ানো হল এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা যা সঠিকভাবে প্রয়োগ করলে করোনাভাইরাস থেকে একজনকে অনেকাংশে রক্ষা করা যায়।