TRENDING:

Parliament attack case: গায়ে আগুন লাগানোর পরিকল্পনা, খোলা হয় ফেসবুক পেজ! বিদেশি মদতেই সংসদে তাণ্ডব?

Last Updated:

লোকসভার ভিতরে যে দু জন দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সাগর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে হামলা কাণ্ডে এবার পুলিশের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য৷ এই ঘটনায় অন্যতম ধৃত সাগর পুলিশের কাছে দাবি করল, সংসদ ভবনের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল তার৷ কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়৷
সংসদ কাণ্ডে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
সংসদ কাণ্ডে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
advertisement

লোকসভার ভিতরে যে দু জন দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সাগর৷ পুলিশের জেরায় সে জানিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল সংসদ ভবনের বাইরে গায়ে আগুন ধরিয়ে দেবে সে৷ এর জন্য অনলাইনে এক ধরনের বিশেষ জেল কেনার চেষ্টা করা হয়৷ ওই জেলটি গায়ে মেখে নিলে আগুন ধরিয়ে দিলেও শরীর পুড়বে না৷ কিন্তু অনলাইনে পেমেন্ট করতে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত ওই জেলটি কেনা হয়নি৷ যে কারণে ওই পরিকল্পনা বাতিল করতে হয়৷

advertisement

আরও পড়ুন: মহিলাদের ঋতুস্রাব প্রতিবন্ধকতা নয়, সবেতন ছুটি অপ্রয়োজনীয়: স্মৃতি ইরানি

দিল্লি পুলিশ পাতিয়ালা হাউস কোর্টে দাবি করেছে, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই এই গোটা পরিরল্পনা করেছিল অভিযুক্তরা৷ যাতে সরকার তাদের সব দাবি মেনে নেয়৷ ঘটনার পুনর্নিমাণের জন্যও আদালতের কাছে পুলিশ অনুমতি চাইবে বলে সূত্রের খবর৷ এই গোটা পরিকল্পনার পিছনে বিদেশি কোনও শত্রু রাষ্ট্রেরও আর্থিক সহযোগিতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ৷

advertisement

এর পাশাপাশি, ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গুগল সার্চ করে নতুন সংসদ ভবনের নকশা সহ যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করে অভিযুক্তরা৷ এ ছাড়াও ফেসবুকে ভগৎ সিং ফ্যান পেজ নামে একটি পেজ খোলা হয়৷ সেই পেজে মূলত যুব সম্প্রদায়কে আকর্ষিত করে যোগদান করানো ছিল মূল লক্ষ্য৷ সাগরই এই পেজ খুলেছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুধু ফেসবুক পেজ খোলা নয়, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল৷ ফেসবুক পেজে যারা জয়েন করত, তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকজনকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য করা হয়৷ সাগর নিজে একবারই সংসদ ভবনের রেইকি করে এসছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament attack case: গায়ে আগুন লাগানোর পরিকল্পনা, খোলা হয় ফেসবুক পেজ! বিদেশি মদতেই সংসদে তাণ্ডব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল