TRENDING:

Parliament attack case: গায়ে আগুন লাগানোর পরিকল্পনা, খোলা হয় ফেসবুক পেজ! বিদেশি মদতেই সংসদে তাণ্ডব?

Last Updated:

লোকসভার ভিতরে যে দু জন দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সাগর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে হামলা কাণ্ডে এবার পুলিশের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য৷ এই ঘটনায় অন্যতম ধৃত সাগর পুলিশের কাছে দাবি করল, সংসদ ভবনের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল তার৷ কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়৷
সংসদ কাণ্ডে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
সংসদ কাণ্ডে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
advertisement

লোকসভার ভিতরে যে দু জন দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সাগর৷ পুলিশের জেরায় সে জানিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল সংসদ ভবনের বাইরে গায়ে আগুন ধরিয়ে দেবে সে৷ এর জন্য অনলাইনে এক ধরনের বিশেষ জেল কেনার চেষ্টা করা হয়৷ ওই জেলটি গায়ে মেখে নিলে আগুন ধরিয়ে দিলেও শরীর পুড়বে না৷ কিন্তু অনলাইনে পেমেন্ট করতে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত ওই জেলটি কেনা হয়নি৷ যে কারণে ওই পরিকল্পনা বাতিল করতে হয়৷

advertisement

আরও পড়ুন: মহিলাদের ঋতুস্রাব প্রতিবন্ধকতা নয়, সবেতন ছুটি অপ্রয়োজনীয়: স্মৃতি ইরানি

দিল্লি পুলিশ পাতিয়ালা হাউস কোর্টে দাবি করেছে, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই এই গোটা পরিরল্পনা করেছিল অভিযুক্তরা৷ যাতে সরকার তাদের সব দাবি মেনে নেয়৷ ঘটনার পুনর্নিমাণের জন্যও আদালতের কাছে পুলিশ অনুমতি চাইবে বলে সূত্রের খবর৷ এই গোটা পরিকল্পনার পিছনে বিদেশি কোনও শত্রু রাষ্ট্রেরও আর্থিক সহযোগিতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ৷

advertisement

এর পাশাপাশি, ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গুগল সার্চ করে নতুন সংসদ ভবনের নকশা সহ যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করে অভিযুক্তরা৷ এ ছাড়াও ফেসবুকে ভগৎ সিং ফ্যান পেজ নামে একটি পেজ খোলা হয়৷ সেই পেজে মূলত যুব সম্প্রদায়কে আকর্ষিত করে যোগদান করানো ছিল মূল লক্ষ্য৷ সাগরই এই পেজ খুলেছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সকাল থেকেই ভক্তদের ঢল! রাজরাজেশ্বরী বেশে মা তারা, বিশেষ পুজো ও ভোগের আয়োজন
আরও দেখুন

শুধু ফেসবুক পেজ খোলা নয়, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল৷ ফেসবুক পেজে যারা জয়েন করত, তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকজনকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য করা হয়৷ সাগর নিজে একবারই সংসদ ভবনের রেইকি করে এসছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament attack case: গায়ে আগুন লাগানোর পরিকল্পনা, খোলা হয় ফেসবুক পেজ! বিদেশি মদতেই সংসদে তাণ্ডব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল