শুক্রবার শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ ১১ ডিসেম্বর ভোটের ফল প্রকাশ ৷ এদিন ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এক্সিট পোল ৷ Times Now-CNX এর সমীক্ষায় মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে এগিয়ে বিজেপি ৷ তেলঙ্গনায় Times Now-CNX এর সমীক্ষা অনুযায়ী, এবারও সরকার গড়তে চলেছে টিআরএস ৷ তবে ভালো ফল করতে চলেছে কংগ্রেস ৷
advertisement
টিআরএস-- 79 থেকে 91
কংগ্রেস-টিডিপি-- 37
বিজেপি-- 7
মধ্যপ্রদেশে অবশ্য বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখছে Times Now-CNX ৷
বিজেপি-- ১২৬
কংগ্রেস-- ৮৯
অন্যান্য-- ৫০
ছত্তীসগড়ে বিজেপিকে এগিয়ে রাখলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ৷
বিজেপি 46
কংগ্রেস 35
JCC+BSP 7
অন্যান্য ২
সমীক্ষা অনুযায়ী রাজ শেষ হতে চলেছে রাজের ৷
বিজেপি-- 85
কংগ্রেস -- 105
বিএসপি -- 2
মিজোরামে হাড্ডাহাড্ডি লড়াই ৷ ৪০ মোট আসনের মধ্যে সরকার গড়তে লাগবে ২১ টি আসন ৷
কংগ্রেস ১৬
MNF 18
অন্যান্য 6