TRENDING:

বেঙ্গালুরু থেকে এমবিএ করেছিল সুজাত বুখারি হত্যার মূলচক্রী !

Last Updated:

রীতিমতো উচ্ছশিক্ষিত ছিল কাশ্মীরের প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি হত্যার মূলচক্রী ৷ বেঙ্গালুরু থেকে এমবিএ পাশও করেছিল সে ৷ এমনটাই জানাল বুখারি হত্যার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসাররা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: রীতিমতো উচ্ছশিক্ষিত ছিল কাশ্মীরের প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি হত্যার মূলচক্রী ৷ বেঙ্গালুরু থেকে এমবিএ পাশও করেছিল সে ৷ এমনটাই জানাল বুখারি হত্যার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসাররা ৷
advertisement

‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারি হত্যায় আগেই তিন জঙ্গিকে চিহ্নিত করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ ৷ গতকাল ওই জঙ্গিদের সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ স্পষ্ট করেছিল তদন্তকারী অফিসাররা ৷ জানানো হয়েছিল এই তিন জন দুষ্কৃতীর মধ্যে দু’জন দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আর বাকি একজন পাকিস্তানি ৷

তবে আজ নতুন করে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ বুখারি হত্যার অন্যতম মস্তিষ্ক ওই জঙ্গির নাম সাজ্জাদ গুল ৷ ৪৮ বছরের সাজ্জাদ লস্করের সঙ্গে যোগ দিয়েছিল বেঙ্গালুরুতে পড়াশোনা শেষ করা পর ৷ এর আগেও বিচ্ছিন্নতাবাদে যোগ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ শ্রীনগর জেল ও দিল্লির তিহার জেলে বেশ কয়েকমাস কাটিয়েছিল সাজ্জাদ ৷ পাঁচ বছর আগে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল সে ৷ পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা সাজ্জাদ সেখানে বসেই বুখারিকে হত্যার ছক কষেছিল ৷

advertisement

আরও পড়ুন: ৬মাসের মাতৃত্বকালীন ছুটি, চাকরি খোয়াতে পারেন ১১-১৮ লক্ষ মহিলা, দাবি সমীক্ষায়

গয়েন্দা সূত্রে খবর, লস্কর প্রধান হাফিজ সইদের থেকেই সরাসরি এসেছিল বুখারি নিকেশ করার আদেশ ৷ হাতে গোনা গুটি কয়েক সদস্যই জানত এই পরিকল্পনার কথা ৷ বুখারিকে সরানোর মূল দায়িত্ব পরেছিল সাজ্জাদের কাঁধে ৷ উচ্চশিক্ষিত হওয়ায় লস্কর-প্রধানের নেকনজরে রয়েছে গুল ৷ এমনকি সন্ত্রাসবাদে হাতেখড়ি হওয়ার আগে বিভিন্ন বিষয়ে ল্যাবরেটরি শিক্ষা দেওয়া হয়েছিল সাজ্জাদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আরও পড়ুন:প্রয়াত সাংবাদিক সুজাত বুখারির মৃত্য়ুতে চিহ্নিত ৩ জঙ্গি, স্পষ্ট লস্কর-ই-তৈবা যোগ

বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরু থেকে এমবিএ করেছিল সুজাত বুখারি হত্যার মূলচক্রী !