বাড়ি পরিষ্কার, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজার মতো কাজের জন্য পরিচারিকাকে প্রতি ঘণ্টা কাজের জন্য অন্তত ৩৭ টাকা দিতে হবে ৷ তার থেকে কম মাইনে দিলে স্থান হতে পারে শ্রীঘরে ৷ যদি পরিচারিকা তার কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত হন, তবে বেতনের পরিমাণ আরও বাড়বে ৷
অসংগঠিত ক্ষেত্রে শ্রমদান করেন যারা, তাদের ন্যূনতম শ্রমমূল্য নির্ধারণ করে সম্প্রতি তামিলনাড়ু সরকার নির্দেশিকা জারি করে ৷ পরিচারিকা ইউনিয়নের সঙ্গে আলোচনা করে বেতন ক্রম নির্ধারণ করেছে ডেপুটি কমিশনারের নেতৃত্বে শ্রম দফতরের ৮ সদস্যের একটি কমিটি ৷
advertisement
আরও পড়ুন
মেরিনা বিচেই সমাধিস্থ হবেন করুণানিধি, ইচ্ছেপূরণে উদ্যোগী হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়
সেই নির্দেশিকা অনুযায়ী অপ্রশিক্ষিত পরিচারিকাদের প্রতি ঘণ্টা হিসেবে শ্রমদানের জন্য দিতে হবে ন্যূনতম ৩৭ টাকা ৷ প্রশিক্ষিত পরিচারিকা অর্থাৎ আয়া, নার্স বা রাঁধুনীদের জন্য ঘণ্টায় ন্যূনতম শ্রমমূল্য হতে হবে ৩৯ টাকা ৷ সারা দিনের জন্য বাড়িতে কোনও কাজের লোক রাখতে হলে তাঁর মাসিক বেতন হবে কম করে ৬৮৩৬ টাকা ৷ রাতদিনের জন্য প্রশিক্ষিত পরিচারিকা, নার্স, আয়া রাখতে হলে মাসে তাঁকে অন্তত ৮,০৫১ টাকা দিতেই হবে বলে বলা হয়েছে রাজ্য সরকারের জারি করা ওই বিজ্ঞপ্তিতে ৷
আরও পড়ুন
মাসিক বেতন ২ লাখ, ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের জন্য পড়ুন
তবে বাড়িতে সর্বক্ষণের জন্য কেয়ারটেকার হিসেবে কাউকে নিযুক্ত করা হলে ২৪ ঘণ্টার জন্য খাবার, জামাকাপড় ও থাকার জন্য সুস্থ একটা জায়গা ৷ সেক্ষেত্রে তাঁর বেতনও হবে ১০ শতাংশ বেশি ৷
সরকার নির্দেশিত এই বেতন ক্রম কেউ না মানলে, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার অবকাশ থাকবে ৷ এই নিয়ম ভাঙলে শাস্তিস্বরূপ সাত বছর পর্যন্ত জেলের ঘানি টানার সঙ্গে কপালে জুটতে পারে বিপুল অঙ্কের জরিমানা ৷