TRENDING:

পরিচারিকাকে কম মাইনে দিলে যেতে হবে জেলে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #চেন্নাই: আপনার সংসারের সবকরমের খেয়াল রাখে যে পরিচারিকা তাঁকে যদি কম বেতন দেন, তাহলে এবার তার পরিণাম হতে পারে ভয়ঙ্কর ৷ এমনকি যেতে হতে পার জেলে ৷ অসংগঠিত শ্রমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত পরিচারক-পরিচারিকাদের স্বার্থে জারি হয়েছে এমনই সরকারি নির্দেশিকা ৷
advertisement

বাড়ি পরিষ্কার, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজার মতো কাজের জন্য পরিচারিকাকে প্রতি ঘণ্টা কাজের জন্য অন্তত ৩৭ টাকা দিতে হবে ৷ তার থেকে কম মাইনে দিলে স্থান হতে পারে শ্রীঘরে ৷ যদি পরিচারিকা তার কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত হন, তবে বেতনের পরিমাণ আরও বাড়বে ৷

অসংগঠিত ক্ষেত্রে শ্রমদান করেন যারা, তাদের ন্যূনতম শ্রমমূল্য নির্ধারণ করে সম্প্রতি তামিলনাড়ু সরকার নির্দেশিকা জারি করে ৷ পরিচারিকা ইউনিয়নের সঙ্গে আলোচনা করে বেতন ক্রম নির্ধারণ করেছে ডেপুটি কমিশনারের নেতৃত্বে শ্রম দফতরের ৮ সদস্যের একটি কমিটি ৷

advertisement

আরও পড়ুন 

মেরিনা বিচেই সমাধিস্থ হবেন করুণানিধি, ইচ্ছেপূরণে উদ্যোগী হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়

সেই নির্দেশিকা অনুযায়ী অপ্রশিক্ষিত পরিচারিকাদের প্রতি ঘণ্টা হিসেবে শ্রমদানের জন্য দিতে হবে ন্যূনতম ৩৭ টাকা ৷ প্রশিক্ষিত পরিচারিকা অর্থাৎ আয়া, নার্স বা রাঁধুনীদের জন্য ঘণ্টায় ন্যূনতম শ্রমমূল্য হতে হবে ৩৯ টাকা ৷ সারা দিনের জন্য বাড়িতে কোনও কাজের লোক রাখতে হলে তাঁর মাসিক বেতন হবে কম করে ৬৮৩৬ টাকা ৷ রাতদিনের জন্য প্রশিক্ষিত পরিচারিকা, নার্স, আয়া রাখতে হলে মাসে তাঁকে অন্তত ৮,০৫১ টাকা দিতেই হবে বলে বলা হয়েছে রাজ্য সরকারের জারি করা ওই বিজ্ঞপ্তিতে ৷

advertisement

আরও পড়ুন 

মাসিক বেতন ২ লাখ, ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের জন্য পড়ুন

তবে বাড়িতে সর্বক্ষণের জন্য কেয়ারটেকার হিসেবে কাউকে নিযুক্ত করা হলে ২৪ ঘণ্টার জন্য খাবার, জামাকাপড় ও থাকার জন্য সুস্থ একটা জায়গা ৷ সেক্ষেত্রে তাঁর বেতনও হবে ১০ শতাংশ বেশি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সরকার নির্দেশিত এই বেতন ক্রম কেউ না মানলে, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার অবকাশ থাকবে ৷ এই নিয়ম ভাঙলে শাস্তিস্বরূপ সাত বছর পর্যন্ত জেলের ঘানি টানার সঙ্গে কপালে জুটতে পারে বিপুল অঙ্কের জরিমানা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পরিচারিকাকে কম মাইনে দিলে যেতে হবে জেলে!