জানা গিয়েছে, গাড়িটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন মহিলা ও ১ শিশুর মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় বিডিএম জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে তাঁদের জয়পুরে রেফার করা হয়।
advertisement
দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা উত্তর প্রদেশের মীরঠ জেলার বাসিন্দা ছিলেন। তাঁরা নিজেদের গাড়িতে করে রাজস্থানের সিকার জেলার খাটু শ্যাম বাবার দর্শনে যাচ্ছিলেন। গাড়িতে একই পরিবারের সদস্যরা ছিলেন, যার মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন।
ডেপুটি এসপি রাজেন্দ্র বুরডাক জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে যখন একটি ব্রিজ থেকে নামার সময় ট্রেলার ও গাড়িটি পাশাপাশি চলছিল। হঠাৎ ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িটিকে জোরে ধাক্কা মারে। এর ফলে গাড়ির চালকসহ সমস্ত যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষের পর গাড়িটি রাস্তার ডিভাইডারের উপর উঠে আটকে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের গাড়ি থেকে বের করে আনতে সাহায্য করেন।
ডেপুটি এসপি বুরডাক আরও জানান, নিহতদের মধ্যে মীরঠের বাসিন্দা রেখা, কামরা এবং পার্থ নামে এক শিশুর নাম রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পানিয়ালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির মধ্যে আটকে পড়া যাত্রীদের বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা দুই মহিলা ও শিশুকে মৃত বলে ঘোষণা করেন, অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে।
খাটু নগরীতে অবস্থিত শ্যাম বাবার মন্দির লক্ষ লক্ষ ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতি বছর অসংখ্য মানুষ এখানে দর্শনে আসেন। সম্প্রতি এখানে ১১ দিনব্যাপী খাটু শ্যাম বাবার লক্ষ্মী মেলা অনুষ্ঠিত হয়েছিল। যদিও মেলা শেষ হয়েছে, তবুও বছরের প্রতিটি সময় শ্যাম বাবার দর্শনে ভক্তদের ভিড় লেগেই থাকে।
এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।