TRENDING:

Accident News: মর্মান্তিক পরিস্থিতি! হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রেলারের ধাক্কা কেড়ে নিল ৪টি তাজা প্রাণ, গুরুতর আহত ৪

Last Updated:

Accident News: হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রেলার ও গাড়ির সংঘর্ষে ২ মহিলা ও ১ শিশুর মৃত্যু, ৪ জন গুরুতর আহত। তদন্ত চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটপুতলি: শুক্রবার সকালে জয়পুর থেকে দিল্লি যাওয়ার জাতীয় সড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এক দ্রুতগামী ট্রেলার পেছন থেকে একটি গাড়িকে ধাক্কা মারলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
মর্মান্তিক পরিস্থিতি! হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রেলারের ধাক্কা কেড়ে নিল ৪টি তাজা প্রাণ, গুরুতর আহত ৪ AI Image
মর্মান্তিক পরিস্থিতি! হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রেলারের ধাক্কা কেড়ে নিল ৪টি তাজা প্রাণ, গুরুতর আহত ৪ AI Image
advertisement

জানা গিয়েছে, গাড়িটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন মহিলা ও ১ শিশুর মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় বিডিএম জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে তাঁদের জয়পুরে রেফার করা হয়।

আরও পড়ুন: পড়াশোনার নামে জুয়া ও প্রেমিকার পিছনে ৩৫ লাখ টাকা উড়িয়ে দিল যুবক! ধরা পড়ার ভয় বাড়িতে আগুন, তারপর যা হল…

advertisement

দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা উত্তর প্রদেশের মীরঠ জেলার বাসিন্দা ছিলেন। তাঁরা নিজেদের গাড়িতে করে রাজস্থানের সিকার জেলার খাটু শ্যাম বাবার দর্শনে যাচ্ছিলেন। গাড়িতে একই পরিবারের সদস্যরা ছিলেন, যার মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন।

ডেপুটি এসপি রাজেন্দ্র বুরডাক জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে যখন একটি ব্রিজ থেকে নামার সময় ট্রেলার ও গাড়িটি পাশাপাশি চলছিল। হঠাৎ ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িটিকে জোরে ধাক্কা মারে। এর ফলে গাড়ির চালকসহ সমস্ত যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষের পর গাড়িটি রাস্তার ডিভাইডারের উপর উঠে আটকে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের গাড়ি থেকে বের করে আনতে সাহায্য করেন।

advertisement

আরও পড়ুন: এয়ারপোর্টে এক বোতল জলের দাম প্রায় ১০০ টাকা! এক কাপ কফি খেতে VVIP- দের কত টাকা খসাতে হয় জানলে চমকে যাবেন…

ডেপুটি এসপি বুরডাক আরও জানান, নিহতদের মধ্যে মীরঠের বাসিন্দা রেখা, কামরা এবং পার্থ নামে এক শিশুর নাম রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পানিয়ালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির মধ্যে আটকে পড়া যাত্রীদের বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা দুই মহিলা ও শিশুকে মৃত বলে ঘোষণা করেন, অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে।

advertisement

খাটু নগরীতে অবস্থিত শ্যাম বাবার মন্দির লক্ষ লক্ষ ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতি বছর অসংখ্য মানুষ এখানে দর্শনে আসেন। সম্প্রতি এখানে ১১ দিনব্যাপী খাটু শ্যাম বাবার লক্ষ্মী মেলা অনুষ্ঠিত হয়েছিল। যদিও মেলা শেষ হয়েছে, তবুও বছরের প্রতিটি সময় শ্যাম বাবার দর্শনে ভক্তদের ভিড় লেগেই থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Accident News: মর্মান্তিক পরিস্থিতি! হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রেলারের ধাক্কা কেড়ে নিল ৪টি তাজা প্রাণ, গুরুতর আহত ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল