ইন্দোরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এমওয়াই হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় তার এক নারী বন্ধু অল্পের জন্য রক্ষা পান, কারণ কিছুক্ষণ আগেই ইঞ্জিনিয়ার তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসেন।
আরও পড়ুন: ক্যাম্পাসে জুনিয়রদের উপর অকথ্য অত্যাচার, গোপনাঙ্গে ডাম্বেল ঝোলানোর অভিযোগ! ৫ ছাত্র গ্রেফতার
advertisement
কানাড়িয়া থানার পুলিশের মতে, এই মর্মান্তিক দুর্ঘটনাটি রাত আনুমানিক ২টার সময় ভান্ডারি রিসোর্টের কাছে ঘটে। মৃত ব্যক্তির পরিচয় ২৮ বছর বয়সী প্রণয় তালরেজা নামে জানা গেছে, যিনি স্টিভ ভিলায় বসবাস করতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি তার এক নারী বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় পার্টি করতে গিয়েছিলেন। পার্টি শেষ হওয়ার পর তিনি তার নারী বন্ধুকে বাইপাস এলাকার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেন, ঠিক তখনই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা এমওয়াই হাসপাতালে ছুটে যান। মৃতদেহ দেখে তাদের উপর শোকের পাহাড় নেমে আসে। পরিবারের সদস্যদের মতে, প্রণয় একজন স্বনামধন্য আইটি সংস্থায় কর্মরত ছিলেন। তার বাবা একজন ব্যবসায়ী এবং পরিবারের একজন বোনও রয়েছেন। তিনি তার মা-বাবার একমাত্র ছেলে ছিলেন, ফলে এই দুর্ঘটনা গোটা পরিবারের জন্য এক ভয়ঙ্কর ধাক্কা হয়ে এসেছে।
আরও পড়ুন: রাতে মাছ খেতেই ভয়ঙ্কর অসুস্থ হলেন ব্যক্তি! নিমেষে শেষ লিভার, কিডনি, আপনিও এই ভুল করছেন না তো?
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জানা গেছে, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন বারবার দুর্ঘটনা ঘটার পরেও বিষয়টি উপেক্ষা করে চলেছে।