শনিবার সন্ধ্যায় জম্মুর কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। জানা গিয়েছে তারা, বৈষ্ণ দেবী মন্দির থেকে ফিরছিল। যাত্রীবোঝাই বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ এরপর এটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা! ১১ বছরের শিশুকে নির্মমভাবে প্রহার, ভিডিও ভাইরাল
advertisement
জানা গিয়েছে, দিল্লিগামী বাসটি জম্মু বাসস্ট্যান্ড থেকে প্রায় আট কিলোমিটার দূরে মান্ডা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। ঠিক কী করে হয়েছে ঘটনাটি? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটি বাঁক নেওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন৷ এর ফলে বাসটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং ১৭ জনকে উদ্ধার করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে প্রশাসন।