TRENDING:

Accident: মুহূর্তে তুবড়ে গেল গোটা গাড়ি, ভিতরে কাতরাতে-কাতরাতে মৃত্যু ৫ জনের! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Accident: স্থানীয় সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভিগওয়ান থানার দালাজ গ্রামের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের পুনে-সোলাপুর হাইওয়েতে। ভয়াবহ ওই দুর্ঘটনায় পুনে-সোলাপুর হাইওয়েতে একটি চার চাকা গাড়ি অপর একটি গাড়িতে ধাক্কা মারে। তাতেই তেলেঙ্গানার পাঁচ বাসিন্দার মৃত্যু হয়েছে। এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
advertisement

স্থানীয় সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভিগওয়ান থানার দালাজ গ্রামের কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পুনে থেকে তেলেঙ্গানার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ই চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়িতে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটি চিঁড়েচ্যাপ্টা হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। ততক্ষণে অবশ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় গাড়ির মধ্যে ছিলেন একজন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: হাথরসে কেন শুরু হল হুড়োহুড়ি? সামনে এল ভয়ঙ্কর ‘সত্য’! গোপনও করা হচ্ছিল ‘প্রমাণ’

এদিকে, স্কুল বাসের ধাক্কা ম্যাক্সিক্যাবে। আর সেই ক্যাবের ধাক্কায় মৃত্যু এক মহিলা পথচারীর! মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাসমিচকে। হাসমিচক টার্নিংয়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল ম্যাক্সি ক্যাবটি। সিগন্যাল পেয়ে পেছন থেকে আসা একটি স্কুল বাস সজোরে ধাক্কা মারে ম্যাক্সিকাবে। ফুটপাতে উঠে যায় ম্যাক্সিকাবটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই মহিলা। ম্যাক্সিকাবের ধাক্কায় ছিটকে পড়েন তাঁদের মধ্যে এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রাখী বোস রায়। তিনি শিলিগুড়ির রবীন্দ্রনগরের বাসিন্দা। তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: মুহূর্তে তুবড়ে গেল গোটা গাড়ি, ভিতরে কাতরাতে-কাতরাতে মৃত্যু ৫ জনের! ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল